শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

ইলন মাস্কের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলল, Tesla Model Y এখন বিশ্বের সর্বাধিক বিক্রিত গাড়ি

  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

বর্তমানে বিশ্বের প্রথম সারির অটোমোবাইল কোম্পানিগুলির মধ্যে একটি হল টেসলা (Tesla)। ধনকুবের ইলন মাস্কের এই সংস্থাটি কেবলমাত্র বৈদ্যুতিক মডেলই তৈরি করে। অতীতে সংস্থাটি বহু মাইলফলক স্পর্শ করেছে। ২০২৩-এও যার ধারা অব্যাহত। এ বছরের প্রথম ত্রৈমাসিকে Tesla Model Y গাড়িটি বিশ্বের মধ্যে সর্বাধিক বিক্রিত মডেলের তকমা ছিনিয়ে নিয়েছে। প্রায় এক বছর আগে টেসলা কর্তা মাস্ক বার্ষিক শেয়ারহোল্ডার সম্মেলনের মঞ্চ থেকে বলেছিলেন, যে তাদের Model Y ইলেকট্রিক গাড়িটি একদিন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানুষের পছন্দের তালিকায় স্থান পাবে। কিন্তু অতি মূল্যবান গাড়িটির এই লক্ষ্য পূরণ, অনেকেই অসম্ভব বলে মনে করেছিলেন। কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা মাস্ক এবারে নিজের কথার প্রমাণ দিলেন হাতেনাতে।

২০২৩-এর শুরুতেই একটি বৈদ্যুতিক গাড়ির সর্বাধিক বিক্রিত মডেল হয়ে ওঠা, পরিবেশবিদদের একটি নতুন ঊষার দিশা দেখিয়েছে। আবার Tesla Model Y-এর এই সাফল্যের খুশিতে টেসলা পরিবারের সকল সদস্য মেতে উঠেছেন। কারণ এই প্রথম কোন সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি ‘বেস্ট-সেলিং কার’-এর তকমা জিতে নিল।

জাটো ডায়নামিকস (JATO Dynamics)-এর তথ্য অনুযায়ী বিশ্বের ৫৩টি দেশের বাজারে গাড়িটি বিক্রি হয়। ইদানিং টেসলার অন্যান্য গাড়ির চাহিদাও বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে অবশ্য ফার্স্ট-বয় Model Y। সম্প্রতি মার্কিন সংস্থাটি তাদের মাঝারি আকারের ইলেকট্রিক এসইউভি-র মূল্য হ্রাস করেছে। যে কারণে আরও বিক্রি বৃদ্ধি পেয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com