খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিকানা নিজের করে নেওয়ার পরপরই ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, এক্স হবে ‘সবকিছুর অ্যাপ বা এভরিথিং অ্যাপ’। নিজের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনপ্রিয় অ্যাপগুলোর বিভিন্ন সুবিধা ধীরে ধীরে এক্সে যোগ করছেন ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় এবার এক্সের মান উন্নয়নে দক্ষ সফটওয়্যার প্রকৌশলী খুঁজছেন ইলন মাস্ক। এরই মধ্যে এক্সে এ বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন তিনি।
মাস্ক এক্স পোস্টে লিখেছেন, ‘আপনি যদি একজন ভালো সফটওয়্যার প্রকৌশলী হন আর সবকিছুর জন্য অ্যাপটি তৈরি করতে চান, তাহলে আপনার সেরা কাজটি ই-মেইলে (code@x. com) পাঠিয়ে আমাদের সঙ্গে যোগ দিন। আপনি কোন স্কুলে গেছেন বা কোথায় পড়েছেন, তা আমরা চিন্তা করি না। আপনি স্কুলে গিয়েছিলেন কি না বা বড় কোনো প্রতিষ্ঠানে কাজ করেছেন, তা আমাদের চিন্তায় নেই। শুধু আমাদের কাছে আপনার কোড পাঠান।’
ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই এক্স অ্যাপ তৈরির কথা বলে আসছেন। ২০২৩ সালের অক্টোবরে প্রতিষ্ঠানের এক বৈঠকে ইলন মাস্ক বলেন, ‘আমরা টুইটার ১.০ ভার্সন থেকে কোম্পানিকে দ্রুত রূপান্তর করছি। সবকিছুর জন্য একটি অ্যাপ তৈরি করা হবে।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া