সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

ইয়া বড় গিটার! কিন্তু বাজে না, এখানে বিলাসবহুল ভাবে থাকা যায়, কত খরচ

  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

দূর থেকে দেখে মনে হবে যেন বিশাল চেহারার একটি গিটার আকাশ ছুঁয়েছে। কিন্তু এই গিটারে সুর তোলা যায় না। তবে থাকা যায়। ভাবছেন নিশ্চয়ই এ আবার কেমন জিনিস! গিটারে কিনা থাকা যায়! দেখতে গিটার হলেও আসলে এটি একটি ঝাঁ চকচকে হোটেল।

photo of The guitar hotel

হ্যাঁ, বিশাল চেহারার একটি হোটেলের কথাই হচ্ছে। যা দেখতে একটি গিটারের মতো। বিশ্বের প্রথম ‘গিটার হোটেল’ বলেও অনেকে চেনেন।

photo of The guitar hotel

এই হোটেলে থাকতে গেলে আপনাকে আমেরিকা পাড়ি দিতে হবে। দক্ষিণ ফ্লোরিডায় সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতেই রয়েছে এই গিটার হোটেল।

photo of The guitar hotel

গিটার হোটেলে ৬৩৮টি গেস্ট রুম রয়েছে। সেই সঙ্গে রয়েছে স্যুটও। সেখানেও জাঁকজমক ভাবে থাকতে পারবেন।

photo of The guitar hotel

গিটার হোটেলটি ৪৫ তলার। উচ্চতায় ৪৫০ ফুট। রিসর্টের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই হোটেল। গিটারের মতো দেখতে হওয়ায় হোটেলটিকে ঘিরে আলাদা আকর্ষণ তৈরি হয়েছে সকলের মধ্যে।

photo of The guitar hotel

বর্তমানে দক্ষিণ ফ্লরিডার ওই এলাকাটির অভিজ্ঞান হয়ে গিয়েছে গিটার হোটেল। এই হোটেলের সামনে রয়েছে এক টুকরো সবুজের প্রাঙ্গণ। রয়েছে বিভিন্ন গাছের সারি। রয়েছে স্যুইমিং পুলও। সব মিলিয়ে একান্তে সময় কাটানোর আদর্শ ঠিকানা।

photo of The guitar hotel

দিনের বেলায় ঝাঁ চকচকে নীল আকাশ আর সূর্যের আলোয় গিটার হোটেলের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। সূর্যের আলো যখন হোটেলের গায়ে পড়ে, তখন ঝলমল করে ওঠে চারদিক।

photo of The guitar hotel

রাতে আবার অন্য এক অবতারে দেখা যায় এই হোটেল। নিয়ন আলোর রোশনাইয়ে চেহারা পাল্টে যায় হোটেলের। এমনকি, অনেক সময় আলোর রংও বদলে যায়।

photo of The guitar hotel

বাইরে থেকে হোটেলকে যতটা সাজানো গোছানো লাগে, অন্দরসজ্জাও চোখধাঁধানো। এই বিলাসবহুল হোটেলের ভিতরে বিভিন্ন ধরনের শিল্পকর্ম রয়েছে।

photo of The guitar hotel

হোটেলের অন্দরে রয়েছে সুবিশাল রান্নাঘর। পাশাপাশি বসে খাওয়ার এলাহি বন্দোবস্ত।

photo of The guitar hotel

আমেরিকার সঙ্গীতশিল্পী এলভিস প্রেসলির বাইক, পোশাকও রাখা রয়েছে হোটেলের মধ্যে। শুধু তাই নয়, পপ গায়িকা রিহানা, সঙ্গীতশিল্পী ম্যাডোনার পোশাকও সাজিয়ে রাখা আছে। সেই সঙ্গে রয়েছে আরও এক সঙ্গীতশিল্পী নীল ডায়মন্ডের গাড়ি।

photo of The guitar hotel

হোটেলে পাওয়া যাবে রকমারি চকোলেটও। পাশাপাশি হোটেলের মধ্যে রয়েছে বিশাল ঝর্না। যা দেখে চোখ জুড়িয়ে যাবে।

photo of The guitar hotel

গিটার হোটেলের বাথরুমও ঝাঁ চকচকে। আধুনিক বাথরুমে যা যা সুবিধা থাকে, তার সবটাই রয়েছে সেখানে।

photo of The guitar hotel

হোটেলের বেডরুমও নজরকাড়া। যত্ন করে সাজানো রয়েছে ঘরের প্রতিটি কোনা। ঘরের দেওয়ালে শোভা পেয়েছে নানা রকমের ছবি।

photo of The guitar hotel

সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোর মধ্যে রয়েছে এই গিটার হোটেল। এই রিসর্টে রয়েছে ১৯টি রেস্তরাঁ, ২০টি পানশালা। এ ছাড়াও রয়েছে নাইটক্লাব, স্পা-ও।

photo of The guitar hotel

বিভিন্ন ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, এই হোটেলে এক রাতের জন্য থাকতে হলে খরচ করতে হবে প্রায় ৪৬৭ ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৩৮ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com