নিউইয়র্ক থেকে কামাল আহমেদের প্রশ্ন:
এই চার্টটিতে একজন আবেদনকারীর গ্রিনকার্ড অথবা ভিসা প্রকৃতপক্ষে যখন অনুমোদন লাভ করতে পারে তার ইঙ্গিত পাওয়া যায়। আর দ্বিতীয় চার্টটি হয় ন্যাশনাল ভিসা সেন্টারে সাক্ষাতকারের জন্য চ‚ড়ান্তভাবে কাগজপত্র ফাইল করার লক্ষ্যে (এই চার্টটিকে সাধারণতঃ চার্ট বি বলা হয়)।
প্রকৃতপক্ষে এটাই আসল তারিখ যখনর ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের ন্যাশনাল ভিসা সেন্টার বা কনস্যুলেটে ভিসা প্রক্রিয়ার জন্য সকল কাগজপত্র জমা দিতে বলা হয়। সুতরাং ফাইনাল এ্যাকশন চার্টে দেয়া অগ্রাধিকার হচ্ছে আসল তারিখ ইমিগ্র্যান্ট ভিসা বা গ্রিনকার্ড অনুমোদন করার।
চার্ট বি ভিসা আবেদন:
ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েব সাইটে প্রতি মাসে ফ্যামিলি ভিত্তিক এবং চাকরি ভিত্তিক অগ্রাধিকার উভয় চার্ট-ই প্রকাশ করে থাকে। বিস্তারিত জানতে তাদের ওয়েব সাইট ভিজিট করতে পারেন।
নিউইয়র্ক থেকে ফয়সল খানের প্রশ্ন:
ফয়সল খানের প্রশ্নের উত্তর:
আবার কেউ যদি কোন ইউএস সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্টকে বিয়ে করে গ্রিনকার্ড পেয়ে থাকেন তবে ক্ষেত্রে ডিভোর্স, সমস্যার সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে ইউএসসিআইএস ২ বছর শর্তসাপেক্ষে গ্রিনকার্ড দিয়ে থাকে। এই ২ বছরকে ইউএস সিআইএস বিয়ের বিশ্বাসযোগ্যতা মূল্যায়নের সুযোগ হিসেবে কাজে লাগায়। ইমিগ্রেশন আইন দেখতে চায় ঐ ২ বছরের বিয়েটা বিশ্বাসযোগ্য অবস্থায় পেছেছে-এ শর্তসাপেক্ষে নির্ধারিত সময়ের শেষে দম্পতি তাদের বিয়ের বিশ্বাসযোগ্যতার প্রমানসহ অবশ্যই যৌথভাবে আবেদন করবেন। এবং ফর্ম আই-৭৫১ প্রমাণসহ পুরুন করে শর্ত প্রত্যাহারের টিপিশন দাখিল করবেন। ফর্ম-৭৫১ হচ্ছে যৌথ পিটিশন এবং এতে স্বামী-স্ত্রী উভয়ের স্বাক্ষর করতে হবে।
শর্ত সাপেক্ষ গ্রিনকার্ড পাবার পর ডিভোর্স হলে কী হবে?
এর আগেও উল্লেখ করা হয়েছে যে কোন ইউএস সিটিজেন বা কোন পার্মানেন্ট রেসিডেন্ট বিয়ের শর্ত সাপেক্ষে গ্রিনকার্ড পাবার পর ডিভোর্স দিলে সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। বিয়ের মাধ্যমে গ্রিনকার্ড পাওয়ার ক্ষেত্রে ২ বছরের শর্তসাপেক্ষে সময়ের মধ্যে ডিভোর্স হয়ে যায় তবে শর্ত মওকুফের জন্য যৌথ আবেদন জরুরী। তবে এক্ষেত্রে ইউএসসিআইএস কেসটিকে অতিরিক্ত সতর্কতা নিবে যাচাই করে। তারা নিশ্চিত হেেত চায় এটা প্রকৃত বিয়ে কিনা? তারা একে অপরের প্রতি কমিটেড থাকা সত্বেও বিচ্ছিন্ন হয়েছে এর প্রমাণের দায়িত্ব যিনি শর্তসাপেক্ষ গ্রিনকার্ড পেয়েছেন তার উপর।
এক্ষেত্রে পরামর্শ হচ্ছে আবেদনকারীকে আবেদনের সঙ্গে ডিভোর্সের রায়, কেন ডিভোর্স হলো তার বিশ্বাসযোগ্য যুক্তি দেখাতে হবে। ইমিগ্রেশন প্রমাণ করতে হবে যে বিয়েটা প্রকৃত বিয়ে ছিলো- গ্রিনকার্ড পওয়ার জন্য এই বিয়ে ছিলো না। এক্ষেত্রে যতবেশি যুক্তি প্রমাণ উপস্থাপন করা করা সম্ভব তা সংযুক্ত করতে হবে। অর্থাৎ আবেদনের সঙ্গে যথাযথ এবং যুক্তিসঙ্গত ও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে হবে।
এ ব্যাপারে যথাযথ ও বিস্তারিতভাবে এবং সু²ভাবে কেসটি সম্পর্কে ধারণা পাবার জন্য প্রয়োজনবোধে একজন অভিজ্ঞ ইমিগ্রেশন এটর্নীর সাথে সাক্ষাতে আলোচনা করে অগ্রসর হওয়া ভালো। আপনাদের সমস্যা সুস্পষ্টভাবে উল্লেখ করলে তবেই তার জন্য সঠিক পরামর্শ পওয়া সম্ভব।
ইমিগ্রেশন বিষয়ে যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ২২৫ ব্রডওয়ে (৩৮ তলা), নিউইয়র্ক ১০০০৭।
ফোন: ২১২-৫১৩-৭৪৭৪
ফ্যাক্স: ৯১৪-৪৬২-৩৯৯০
ই-মেইল: [email protected] এ লিখে ই-মেইল করলে অবশ্যই ‘বাংলা পত্রিকার জন্য’ কথাটি উল্লেখ করবেন।
অনুবাদ: হুসনে এ. বেগম।