ভারতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলেটি শো ‘ইন্ডিয়ান আইডল’। মুলত এই শো’টির মধ্য দিয়েই ভারতে রিয়েলিটি শোগুলোর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ইন্ডিয়ান আইডল’ শুরু হওয়ার পর থেকে টানা ছয়টি সিজনে সঞ্চালনার দায়িত্ব সামলেছেন মিনি মাথুর। তার সঞ্চালনা যেমন প্রশংসিত হয়েছিল, তেমনই ঘরে ঘরে পরিচিতি পান মিনিও। সদ্য সমাপ্ত হল ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩তম সিজন। গত কয়েক বছর ধরে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। যদিও মাঝে কয়েকবার হাতবদল হয়েছিল। তবে আপাতত আদিত্যর হাতেই শোয়ের সঞ্চালনার দায়িত্ব।
প্রায় এক দশক কেটে গেছে, সঞ্চালনার কাজ থেকে বিরতি নিয়েছেন মিনি। এত বছর পর ‘ইন্ডিয়ান আইডল’-এর গোপন কথা ফাঁস করলেন তিনি। মিনির সাফ কথা, ‘‘এখন ইন্ডিয়ান আইডল-এর সবটাই বানানো, গল্প তৈরি করা হয়।’’
জনপ্রিয় সঞ্চালক সাইরাস বারোচার পডকাস্ট শো’তে এসে মিনি বলেন, ‘‘এখন ইন্ডিয়ান আইডলের সবটাই সাজানো। এক বার ধর্মেন্দ্র ও হেমা মালিনী আসেন শো’তে। আমাকেও বলা হয় কিছু মুহূর্ত তৈরি করতে। মাঝে মধ্যেই এই ধরনের নির্দেশ দেওয়া হত। তাও কাজ করছিলাম। কিন্তু তারপর মনে হল, শুধুই টাকার জন্য কাজ করব না।’’
মিনি খানিকটা আক্ষেপের সুরে বলেন, আগে শো’টির প্রতিযোগীদের সঙ্গে আমার হৃদ্যতার সম্পর্ক ছিল। এমন অনেক সময় হয়েছে, আমার বাড়িতে নিমন্ত্রণ করে খাইয়েছি তাদের। তবে এখন সবই অবাস্তব মনে হয়।’’
কথায় কথায় মিনি এমন সব তথ্য ফাঁস করলেন যা, সত্যিই চমকে দেওয়ার মতো। মিনি জানান, শো’তে প্রতিযোগীদের পরিবারের লোকেদের হঠাৎ এসে যাওয়ার যে গল্পগুলো দেখানো হয়, তা পুরোটাই সাজানো। প্রতিযোগীরা আগে থেকেই জানেন, কে কখন আসছেন। তবু নাকি নির্দেশ, অবাক হওয়ার ভান করতেই হবে!
তবে ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে মিনিই প্রথম নন, প্রশ্ন তুলেছিলেন অমিত কুমারও। তিনি একবার অতিথি হয়ে আসেন শো’টিতে। ফিরে এসে মুখ খুলেছিলেন তিনিও। তবে বিতর্ক সত্ত্বেও বছরের পর বছর ধরে রমরমিয়ে চলছে এই গানের রিয়েলিটি শো। সম্প্রতি শেষ হয়েছে এটির ১৩তম সিজন।