যেকোন বাংলাদেশী পাসপোর্টধারী ইতালির শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য অফার লেটার পেলে ভিসার আবেদন করতে পারে। যেসব কাগজপত্র লাগবে:
- ডি টাইপ ভিসা আবেদন ফরম।
- সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের ছবি। ভিএফএস বুথ থেকে ছবি তুলতে হবে।
- ভিসা মেয়াদের পরও অন্তত তিন মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টের। স্টুডেন্ড ভিসার জন্য মেশিনরিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক।
- ইতালিতে পড়াশোনার ক্ষেত্রে মাসিক ব্যয় ৩৫০.৫৭ ইউরোর কম হবে না। বছরে ৫১৮৪.০০ ইউরো ব্যয় নির্বাহের সামর্থ্য রয়েছে এমন প্রমাণ দাখিল করতে হবে:
- ব্যক্তিগত বা পারিবারিক সম্পদের প্রমাণ দেয়া যেতে পারে।
- অর্থের উৎসের বিষয়টি ইতালির প্রতিষ্ঠান বা সংস্থা, স্থানীয় সরকার, বিদেশী সংস্থা বা ইতালির দূতাবাস স্বীকৃত কোন প্রতিষ্ঠানের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
- আবেদনকারী ইতালিতে কোথায় অবস্থান করবে সেটাও উল্লেখ করতে হবে।
- ইতালির বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি নিশ্চিত করে ই-মেইলটি সরাসরি ইতালি দূতাবাসে পাঠাতে হবে।
- শিক্ষাগত যোগ্যতার সনদ এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি।
- ইতালির বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আবাসনের ব্যবস্থা হলে সে সংক্রান্ত নিশ্চিতকরণ বার্তা।
- ইতালিতে বসবাসরত কোন বাংলাদেশী বা ইতালির কোন নাগরিকের বাসায় থাকার ব্যবস্থা করা হলে সেখানে থাকার অনুমতিপত্র।
- সকল কাগজপত্রের ফটোকপি।
ভিসা ফি
— |
টাকা |
ভিসা আবেদন |
১২১৮০ |
ভিএফএস গ্লোবাল সার্ভিস চার্জ |
১৬০০ |
ব্যাংক ড্রাফট |
২৩০ |
রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
Like this:
Like Loading...