বুধবার, ১২ মার্চ ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

ইতালির যে গ্রামে বসবাস করলেই হয়ে যাবেন লাখপতি

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ইতালির বিভিন্ন অঞ্চলে বসবাস করতে গেলে নতুন বাসিন্দাকে বিভিন্ন অভিনব সুযোগ সুবিধা দেয়া হয়। আপনি হয়তো শুনেছেন, ইতালির আইডিলিক পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি গ্রামে নতুন কোনো বসবাসকারী এলে মাত্র ১ ইউরোপে তাকে ঘর দেয়ার অফার দেয়া হয়েছিল। কারণ গ্রামটির অধিকাংশ বাসিন্দাই বৃদ্ধ, তাদের ইচ্ছা তরুন-তরুণীরা গ্রামটিতে বসবাস করতে শুরু করুক।
২০১৭ সালে দেশটির পুজিলা প্রদেশের ছোট শহর কান্দেলাতে বসবাসের জন্য এর থেকেও আকর্ষণীয় অফার দেয়া হয়েছিল। শহরটিতে স্থানান্তরিত হলে ২,০০০ ইউরো বা দুই লাখ টাকারও বেশি দেয়া হবে বলে ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
এবার সেরকমই এক অফার নিয়ে হাজির হয়েছে দেশটির আব্রুজো প্রদেশের সান্তো স্টিফানো ডি সেসানিও গ্রাম কর্তৃপক্ষ। গ্রামটিতে বসবাস ও ব্যবসা করতে ইচ্ছুক ব্যক্তিকে নাম মাত্র ভাড়ায় থাকার জন্য জায়গা দেয়া হবে। এমনকি দেয়া হবে আর্থিক সাহায্যও।
এ বিষয়ে গ্রামটির মেয়র ফ্যাবিও সান্তাভিকা গণমাধ্যমকে বলেন, ‘এর পেছনে কোনো ব্যবসায়িক চাল নেই। আমরা কারও কাছে কোনো কিছু বিক্রিও করছি না। আমরা চাই গ্রামটি প্রাণবন্ত হয়ে উঠুক।’
তিনি আরও জানান, গ্রামটিতে বসবাস করতে হলে আপনাকে অবশ্যই ৪০ বা তার থেকে কম বয়সের হতে হবে। সেই সঙ্গে ইতালির বৈধ নাগরিক বা বৈধ ভাবে নাগরিকত্ব লাভের যোগ্য হয়ে উঠতে হবে।
মধ্যযুগ থেকে ইতালিতে এই গ্রামটির অস্তিত্ব রয়েছে। সমুদ্রপৃষ্ঠ হতে ১২৫০ ফুট উঁচুতে অবস্থিত গ্রামটিতে কাগজে-কলমে বর্তমানে সব মিলিয়ে ১১৫ জন বাসিন্দা রয়েছেন। যার মধ্যে শিশু কিশোর হাতে গোনা কয়েকজন মাত্র। এর অধিকাংশ অধিবাসী পেনসন ভোগী। তবে বাস্তবে গ্রামটিতে বসিন্দার সংখ্যা বেশ কয়েক বছর ধরেই ৬০ থেকে ৭০ জনের মধ্যে ওঠা-নামা করছে।
কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী গ্রামটিতে নতুন বাসিন্দাদের পরবর্তী তিন বছর আর্থিক সহায়তা দেয়া হবে, প্রতিবছর দেয়া হবে ৮,০০০ ইউরো বা ৮ লাখ টাকারও বেশি। শুধু তাই নয়, নতুন বাসিন্দারা ব্যবসা শুরু করতে আগ্রহী হলে দেয়া হবে এককালীন ২০ হাজার ইউরো বা ২০ লাখ টাকারও বেশি অনুদান। তবে কর্তৃপক্ষ বলছে সর্বোচ্চ ১০ জনকে প্রথমবারের মতো এ সুবিধা দেয়া হবে।
তথ্যসূত্র: সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com