1. [email protected] : চলো যাই : cholojaai.net
ইতালির জনশূন্য গ্রামে বসতি গড়তে আগ্রহীদের জন্য ১০০,০০০ ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

ইতালির জনশূন্য গ্রামে বসতি গড়তে আগ্রহীদের জন্য ১০০,০০০ ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
ইতালির ত্রেন্তিনো প্রদেশের ৩২টি জনশূন্য গ্রামে বসতি গড়তে আগ্রহীদের জন্য ১০০,০০০ ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সম্পত্তি সংস্কার ও স্থায়ী বসবাসের শর্তে এই সুবিধা পাওয়া যাবে। এ পর্যন্ত ২৯১টি আবেদন জমা পড়েছে, তবে সেপ্টেম্বর-অক্টোবরে আরেকটি আবেদনের সুযোগ থাকবে।
কোন গ্রামগুলো অন্তর্ভুক্ত?
২০০০-২০২৩ সালে জনসংখ্যা কমেছে এমন গ্রামগুলোর তালিকায় রয়েছে:
– ভেরমিলিও (সিনেমা «Vermiglio»-এর জন্য পরিচিত)
– আলতাভাল্লে, ব্লেজিও সুপেরিওরে, বন্ডোনে, কানাল সান বোভো, লুসেরনা, রাবি, সাগ্রোন মিস ইত্যাদি।
– পালু দেল ফেরসিনা বাদ পড়েছে, কারণ এটি ইতিমধ্যে PNRR তহবিল পেয়েছে।
কে আবেদন করতে পারবেন?
– ব্যক্তি (কোম্পানি নয়) যারা ইতালি বা বিদেশে থাকেন।
– সম্পত্তির মালিকানা বা ৬ মাসের মধ্যে মালিক হওয়ার পরিকল্পনা থাকতে হবে।
– বয়স ৪৫ বছরের কম হলে অগ্রাধিকার পাবেন।
– প্রথম বাসস্থান হিসেবে ব্যবহার করতে হবে অথবা ১০ বছর মডারেট ভাড়ায় দিতে হবে।
অনুদানের পরিমাণ:
– সংস্কার খরচের ৩৫-৪০% (সর্বোচ্চ ২ লাখ ইউরো, ন্যূনতম ১০ হাজার ইউরো)।
– বাড়ি কিনলে অতিরিক্ত ২০% (সর্বোচ্চ ২০ হাজার ইউরো)।
– মোট সর্বোচ্চ ১ লাখ ইউরো পর্যন্ত সহায়তা পাওয়া যাবে।
কোন খরচগুলো কভার হবে?
– অভ্যন্তরীণ: ছাদ, দেয়াল, প্লাম্বিং, বিদ্যুৎ ব্যবস্থা।
– বাহ্যিক: ছাদ, সিঁড়ি, বালকনি, বেড়া।
আবেদনের প্রক্রিয়া:
– অনলাইন প্ল্যাটফর্মে (১৯ মে-৩০ জুন ও ৮ সেপ্টেম্বর-২৩ অক্টোবর ২০২৫) আবেদন করতে হবে।
– আবেদনের ঠিকানা: [email protected]
– হেল্পডেস্ক: +39 0461 492712 (সকাল ৯টা-১২টা, সোম-শুক্র)।
কেন এই প্রকল্প?
ত্রেন্তিনোর পার্বত্য অঞ্চলে জনসংখ্যা হ্রাস ও অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় স্থানীয় সরকার গ্রামগুলোকে পুনরুজ্জীবিত করতে চায়। এডিনবরা ও ব্রাসেলস থেকে কিছু প্রবাসীও ফিরে আসতে আগ্রহ দেখিয়েছেন।
মূল বার্তা: প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ট্রেন্টিনোর গ্রামে স্থায়ী হোন, পাশাপাশি পাবেন আর্থিক সহায়তা!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com