সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

ইতালিতে ১০ বছরে ১০ লাখ অভিবাসী

  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

২০১৩ সাল থেকে ১০ লাখেরও বেশি অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। ২০১৪ সাল থেকে দেশটিতে অভিবাসনের যাত্রাপথে ২৮ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

২০১৩ সালের শুরু থেকে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১০ লাখেরও বেশি অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। ২০১৩ সাল থেকে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের তুলনা করে এই চিত্র পাওয়া গেছে।

সেই বছরই সিসিলিয়ান দ্বীপ লাম্পেদুসা থেকে মাত্র কয়েক মাইল দূরে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকাডুবিতে ৩৬৮ মানুষ মারা যান। ছয় জন নারী ও দুই শিশুসহ মাত্র ১৫৫ জন যাত্রী বেঁচে ছিলেন।

লাম্পেদুসার ইসোলা দেই কনিলির উপকূল থেকে কয়েক মাইল দূরে রাতের আঁধারে ঘটে যাওয়া এই ট্র্যাজেডির পর এই বিপজ্জনক অভিবাসন রুটে যাত্রার সংখ্যা কমেনি।

ভূমধ্যসাগরে যাত্রা করা অভিবাসীদের অনেকে ইতালিতে পৌঁছালেও হাজার হাজার মানুষ সাগরে মারা গেছেন। বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের দেওয়া তথ্য অনুসারে, ২০১৪ থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ২৮ হাজারেরও বেশি অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে রয়েছেন এক হাজার ১৪৩ জন অপ্রাপ্তবয়স্কও।

২০২৩ সালে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে শতাধিক অপ্রাপ্তবয়স্ক অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০১৪ থেকে এখন পর্যন্ত এক লাখ ১২ হাজার অভিভাবকবিহীন অপ্রাপ্তবয়স্ক সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। এই বছর এখন পর্যন্ত ১১ হাজার ছয়শ জনেরও বেশি অভিভাবকবিহীন অপ্রাপ্তবয়স্ক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে গেছেন।

রেকর্ডের বছর ২০১৬

২০১৬ সালে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী ইতালিতে গেছেন। সে বছর এক লাখ ৮১ হাজারেরও বেশি অভিবাসী দেশটিতে আসেন।
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিন বছর তুলনামূলক কম অভিবাসী ইতালি গেছেন। ২০১৮ সালে যান ২৩ হাজার, ২০১৯ সালে এ সংখ্যা ছিল ১১ হাজার ৪০০ জনের কাছাকাছি।

২০২০ সালে করোনা মহামারি শুরুর পর এ সংখ্যা ৩৪ হাজারে পৌঁছায়। তার পর থেকে প্রতি বছর অভিবাসী আগমনের সংখ্যা বেড়ে চলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com