মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

ইতালিতে স্টুডেন্টস ভিসা

  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
Young female student dressed casually with colorful books in the inner yard of oldest university in the world in Bologna city in Italy
ইতালিতে স্টুডেন্টস ভিসার জন্য ভার্সিটিতে এপ্লিকেশন সাবমিট করার পরবর্তী কাজ গুলো এবং এম্বাসি ফেইস করার পূর্বের কার্যক্রম গুলো কি কি এবং করনীয়❓
🌠 আপনারা যারা ইতোমধ্যে অফারলেটারের জন্য এপ্লিকেশন সাবমিট করেছেন আপনাদের কমপক্ষে ৪ সপ্তাহ লাগবে ভার্সিটি ডকুমেন্টস গুলো ইভুলুয়েশন করতে। এখানে ভার্সিটি ২ থেকে ৩ টি পর্যায়ে আপনার ডকুমেন্টস গুলো ইভুলুয়েশন করে থাকে। প্রথমে প্রাথমিক চেকিং,তারপর টিচার্স কমিটিতে পাঠানো হয় সেখানে আপনার ফাইলটি গ্রহনযোগ্য হলে সরাসরি তারা আপনাকে সাবজেক্ট অপার করে থাকে আবার যদি টিচার্স কমিটি মনে করে আপনার ইন্টারভিউ নিবে তাহলে তারা আপনাকে ইন্টারভিউয়ের জন্য তারিখ,সময় এবং লিংক পাঠিয়ে দিবে।
🌠 ইন্টারভিউ শেষে কিংবা ইভুলুয়েশন শেষে যদি তারা আপনাকে সাবজেক্ট অফার করে এবং আপনার ফাইনাল ডিসিশন জানাতে বলে এবং তারা নির্দিষ্ট সময় দিয়ে দিবে সেক্ষেত্রে আপনি অপার একসেপ্ট করে আপনার সিদ্ধান্ত জানাবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ইমেল এবং স্টুডেন্টস এপ্লিকেশন পোর্টালে সবসময় খেয়াল রাখবেন। আপনি অপার একসেপ্ট করার পরবর্তীতে একটা পেমেন্ট করতে হয় সেটা হচ্ছে এনরোলমেন্ট পেমেন্ট সেটা বিভিন্ন এমাউন্টের হতে পারে ভার্সিটি অনুযায়ী আবার নাও হতে পারে। পেমেন্ট যদি হয় সেটা ২০০€ থেকে ৫০০€ কিংবা কম বেশী হতে পারে।
🌠 আপনি পেমেন্ট করার ১ সপ্তাহের মধ্যে পেমেন্ট আপডেট হতে পারে এবং ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে তারা আপনাকে সরাসরি অফারলেটার এবং বুকলেট পাঠাবে যেখানে বিস্তারিত বলা থাকবে আপনার পরবর্তীতে কার্যক্রম গুলো নিয়ে।
🌠 Pre- Enrollment করতে হবে সেটা অফারলেটারে নির্দিষ্ট সময় এবং লিংক দেওয়া থাকবে।
🌠 আপনার সার্টিফিকেট,ট্রান্সক্রিপ্ট এগুলো সত্যায়িত করতে হতে পারে যদি আগে করে না থাকেন আপনার নিজস্ব শিক্ষাবোর্ড, ফরেন মিনিস্টি এবং এডুকেশন মিনিস্টি থেকে।
🌠 আপনার উক্ত ডকুমেন্টস গুলো ইতালিয়ান ভাষায় টান্সলেট করে আবারও ফরেন মিনিস্টি,এডুকেশন মিনিস্টি থেকে সত্যায়িত করে সিমিয়া করতে পারেন।
🌠 ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের এবং তার সাথে সাপোর্টিং লেটার গুলো নিতে হবে।
🌠 স্পন্সর লেটার লিখতে হবে এবং যে স্পন্সর হবে তার সাইন নিয়ে নিতে হবে।
🌠 হেলথ এন্ড ট্রাভেল ইন্সুরেন্স নিতে হবে। যে বীমা কোম্পানি গুলো ইতালিতে স্বীকৃত সেখান থেকে নিতে হবে।
🌠 Accommodation হোটেল/ফ্লাট/বাসা/ভার্সিটি থেকে কমপক্ষে ১২ মাসের লিগ্যাম কন্ট্রাক্ট নিতে হবে। অবশ্যই ভার্সিটি এরিয়াতে।
🌠 ভিসা আবেদন ফরম পূরন করে আপনি আপনার সকল ডকুমেন্টস সহ vfs global/Italian consulate অফিসে সাবমিট করবেন। একটা নির্দিষ্ট সময়ে এম্বাসি আপনাকে মেইল এবং কল করবে ইন্টারভিউগের জন্য।
▪️মনে রাখবেন অনেক সময় আপনার ইন্টারভিউ হতেও পারে আবার নাও হতে পারে এই বিষয়টি সম্পূর্ণভাবে এম্বাসির উপর নির্ভরশীল।
▪️বি.দ্রঃ কখনোই কোন ফেইক ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন না এতে আপনার ভিসা পাওয়া দূরের কথা আপনাকে ব্লাকলিস্ট ও করে দিতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com