বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

ইটালিতে বিদেশি নার্সের সংখ্যা হতে যাচ্ছে অর্ধ লাখ

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

২০২৫ সালের মধ্যে ইটালিতে মোট কর্মরত বিদেশি নার্সের সংখ্যা ৫০ হাজারে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে৷ বিদেশি মেডিকেল কর্মীদের ইটালিতে নিয়োগের সুযোগও বাড়াচ্ছে দেশটির সরকার৷

দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির স্বাস্থ্য ব্যবস্থায় স্বল্প ও দীর্ঘ মেয়াদে মোট ৬৫ হাজার নার্সের ঘাটতি রয়েছ৷ বিভিন্ন দেশ থেকে কাজের ভিসায় নতুন করে ১০ হাজার মেডিকেল কর্মী দেশটিতে আসার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে ইউরোপীয় গণমাধ্যম শেঙ্গেন ভিসা নিউজ৷

ঘাটতি মেটাতে শেঙ্গেন দেশগুলোর পাশের ইউরোপীয় বিভিন্ন দেশগুলো ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নার্সদের এনে ইটালীয় সরকার শ্রমবাজারের শূন্যতা পূরণের চেষ্টা করছে৷

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিলাচি বলেন, ‘‘আমাদের ভূমিকা হবে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করা৷ যেমন: কনস্যুলার কর্তৃপক্ষের সাথে বিভিন্ন দেশ থেকে আবেদন করা কর্মীদের প্রশিক্ষণের বৈধতা এবং ইটালীয় ভাষার দক্ষতা যাচাই করা৷’’

বর্তমানে তাৎক্ষণিক মেয়াদে ইটালিতে ৩০ হাজার নার্সের ঘাটতি রয়েছে বলে জানা গেছে৷

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিদেশি কর্মীদের বিশেষত ভারত থেকে আসা নার্সদের স্বাগত জানালে ৩০ হাজার নার্সের ঘাটতি পূরণ করা যেতে পারে৷ বর্তমানে ভারতে ৩৩ লাখ নার্স রয়েছে, যা তাদের চাহিদার তুলনায় অনেক বেশি৷ তাদের মধ্যে ১০ হাজার নার্সকে ইটালির আঞ্চলিক কর্তৃপক্ষের সরসারি নিয়োগে নিয়ে আসতে চাই৷

বর্তমানে ইটালিতে ১২ হাজার রোমানীয় নার্স কর্মরত আছেন৷ এছাড়া পোল্যান্ড থেকে দুই হাজার, ভারত এবং আলবেনিয়া থেকে এক হাজার ৮০০ জন করে নার্স কাজ করছেন৷

দক্ষিণ অ্যামেরিকার দেশ পেরুও ইটালির জন্য একটি ক্রমবর্ধমান বাজারে পরিণত হয়েছে৷ কারণ ইটালিতে কর্মরত দেড় হাজার নার্স দক্ষিণ অ্যামেরিকার দেশটি থেকে এসেছেন৷

ইটালির কিছু অঞ্চল ইতিমধ্যেই স্থানীয়ভাবে নার্স আনতে উদ্যোগ নিয়েছে৷ যেন লোমবার্ডি অঞ্চল শিগগিরই আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে থেকে ২০০ জন নার্স নিয়ে আসবে৷ এছাড়া নাইজেরিয়া, তানজানিয়া, কঙ্গো, ক্যামেরুন, আর্জেন্টিনা, পেরু এবং ভারতের মতো দেশগুলোর ক্যাথলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত আরো এক হাজার নার্স ইউরোপীয় দেশটিতে আসার কথা রয়েছে৷

এছাড়া কিছু ইটালীয় শহর তাদের হাসপাতালগুলোকে একীভূত করতে চলেছে৷ এছাড়া নার্সদের বেতন সামঞ্জস্য করা এবং দায়িত্ব প্রসারিত করা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

ইটালিতে বিদেশি কর্মীদের আনার সুবিধার্থে সরকার বিদেশি নার্সদের জন্য আরো সুবিধাজনক নিয়ম চালু করার পরিকল্পনা করছে৷ বর্তমানে বিদেশি নার্স আনতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য বেশ কিছু জটিল শর্ত রয়েছে৷

এই পরিবর্তনগুলোর মধ্যে ভারতীয়দের জন্য ইটালীয় ভাষায় দক্ষতা এবং বিদেশি ডিপ্লোমার স্বীকৃতির মতো বিষয়গুলো উঠে আসতে পারে৷

ইটালিতে নার্স হিসাবে কাজ করার যোগ্য হওয়ার কিছু শর্তের মধ্যে রয়েছে নার্সিং বিজ্ঞানে স্নাতক (চার বছর) এবং জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে একটি ডিপ্লোমা থাকা৷

(শেঙ্গেন ভিসা নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com