1. [email protected] : চলো যাই : cholojaai.net
ইউ ভিসা আবেদনের কত দিনের মধ্যে ওয়ার্ক পারমিট
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

ইউ ভিসা আবেদনের কত দিনের মধ্যে ওয়ার্ক পারমিট

  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

‘ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অনেক ব্যাকলগ আছে। ইউ ভিসা মানে এটা না যে আপনার গ্রিন কার্ড হয়ে গেছে।’ অ্যামেরিকায় যারা মানসিক বা শারীরিক হেনস্তার শিকার হয়েছেন এবং অপরাধের বিচারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন, তাদের জন্য ইউ নামের এক ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসা দেওয়া হয়।

এ ভিসার জন্য আবেদনের কত দিনের মধ্যে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি পাওয়া যায়, সে সংক্রান্ত একটি প্রশ্ন টিবিএনকে করেছেন আবদুল হামিদ নামের একজন দর্শক। বিদ্যমান বাস্তবতার আলোকে তার সে প্রশ্নের উত্তর দিয়েছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী।

দর্শক: ইউ ভিসা অ্যাপ্লাই করার কত দিনের মধ্যে ওয়ার্ক পারমিট পাওয়া যায়?

মঈন চৌধুরী: ইউ ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। অ্যাপ্রুভ না হলে ওয়ার্ক পারমিট পাবেন না। যারা এই সম্পর্কে জানেন না, তাদের জন্য বলছি, ইউ ভিসা হচ্ছে যারা ক্রাইম ভিক্টিম। ক্রাইমের আবার ক্লাসিফিকেশন আছে। সব ক্রাইম আবার ইউ ভিসায় কোয়ালিফাই করে না। যদি কোয়ালিফাইড ক্রাইম আপনি ভিকটিম হয়ে থাকেন, তখন যেখান থেকে ক্রাইমটা হয়েছে ওইখানের পুলিশ অফিসিং অথবা আপনার এই যে অ্যারেস্ট হয়ে থাকলে তার যে কেইস প্রসিকিউট হয়ে থাকে, ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সার্টিফিকেশন লাগে। আর যদি অ্যারেস্ট না হয়ে থাকে, তখন এই যে পুলিশ ডিপার্টমেন্ট সার্টিফিকেশন লাগে এ জন্য যে, ক্রাইমটা সংঘটিত হয়েছে, আপনি এটার ভিকটিম।

ওইটা যদি আপনারা প্রমাণ করতে পারেন, দেন ইউ ভিসা যদি অ্যাপ্রুভ হয়, তখনই আপনি ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অনেক ব্যাকলগ আছে। ইউ ভিসা মানে এটা না যে আপনার গ্রিন কার্ড হয়ে গেছে। আপনি অ্যাডজাস্টমেন্ট হলে পরে আপনার গ্রিন কার্ড হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com