ইদানিং ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশি ছাত্র ছাত্রীরা ব্যাপকভাবে পড়তে যাচ্ছে। দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে।
ইউকের নামকরা কোন ইউনিভার্সিটিতে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য এস.এস.সি এবং এইচ.এস.সিতে মিনিমাম জিপিএ ৩.০ পেতে হয় এবং গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য সিজিপিএ তে ২.৭৫ এবং ব্যাচেলর প্রোগ্রামে ৬৫% মার্ক পেতে হয়।
আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আই,এল,টিস এ কমপক্ষে ৬.০ এবং গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য ৬.৫ পেতে হবে।
ভর্তির জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন:
পুরনকৃত ভর্তির আবেদন পত্র
পাসপোর্ট সাইজের ফটো
একাডেমিক সার্টিফিকেট এবং মার্কসীটের অরিজিনাল সার্টিফিকেটের স্ক্যান কপি ও ফটোকপি
পাসপোর্টের ফটোকপি
আই এল টি এস এর রিপোর্ট
স্টেটমেন্ট অব পারপাজ (প্রযোজ্য হলে)
সিভি (প্রযোজ্য হলে)
রিকমেন্ডেশন লেটার (প্রযোজ্য হলে)
প্রোগ্রাম টিউশন ফি (প্রতি বছর) লিভিং এক্সপেনসেস (প্রতি বছর)১। ব্যাচেলর প্রোগ্রাম (তিন বছর থেকে সাড়ে তিন বছর) ১০,০০০- ১৩০০০ পাউন্ড ৭০০০ – ৯০০০ পাউন্ড
২। গ্রাজুয়েট প্রোগ্রাম (১ থেকে ২ বছর) ১২,০০০- ১৬০০০ পাউন্ড ৭০০০- ৯০০০ পাউন্ড