বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ভাই ও বোন আছেন যারা IRELAND উচ্চশিক্ষার জন্য যেতে চান। আজকে আপনি আমার এই পোস্ট পড়লে আপনার IRELAND আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন যা আপনার Ireland স্টুডেন্ট ভিসায় আসার জন্য সাহায্য করবে।
প্রথমে Ireland বেসিক কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি ,
Ireland উত্তর -পশ্চিম ইউরোপের দেশ। Ireland এর রাজধানীর নাম হল ডাবলিন। Ireland ইউরোপীয় ইউনিয়ন এর সদস্য. Ireland এর পাশেন দেশ হল যুক্তরাজ্য।
১ Ireland এ Bachelor করতে হলে SSC & HSC কত স্কোর লাগবে ?
Ireland এর জন্য Bachelor করতে হলে আপনার ssc & hsc 4+4 All together 8 লাগবে। কিছু ইউনিভার্সিটি ও কলেজ 4 এর নিচে Gpa গ্রহণ করে তবে তা খুব কম
২ Ireland Master’s করত হলে Bachelor CGPA কত লাগবে?
Ireland Master’s করতে হলে Bachelor CGPA 3 লাগবে মিনিমাম
৩ Ireland কয়টা ইনটেক থাকে?
Ireland এ ৩ টা ইনটেক থাকে ,
January intake ,May / June ,,September intake ,
সবচেয়ে জনজনপ্রিয় ইনটেক হল September intake
৪ Without IELTS কি আবেদন করা যায় ?
না Without IELTS আবেদন করা যায় না।
৫ IELTS ছাড়া আর কোন ধরণের English profecincy certificate দিয়ে আবেদন করা যায়?
PTE ,TOEFL,Duolingo ,Cambridge English ,এগুলো দিয়ে আপনি চাইলে Ireland ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন ,
৬ Ireland ইউনিভার্সিটি কি MOI Allow করে ?
গ্রহণ করে না / তবে আপনার IELTS স্কোর কম হলে আপনি বেকআপ হিসাবে MOI সাবমিট করতে পারবেন।
৭ Ireland এ এভারেজ ইউনিভার্সিটির টিউশন কত ?
Ireland হল Expensive একটা দেশ। এই দেশ এর টিউশন ফি অনেক বেশি হয়ে থাকে ,
For Bachelor ৯ হাজার থেকে ১৩ হাজার হয়
For Master’s ১০ হাজার থেকে ১৫ হাজর হয়
৮ Ireland এ ইউনিভার্সিটিতে English profecincy score কোনটায় কত লাগে?
For Bachelor :
IELTS -6 to 6.5
TOEFL -80- 90
PTE – 50-58
Cambridge English – 180+
Duolingo – 105 to 110
For Master’s :
IELTS -6.5 to 7
TOEFL-90-100
PTE -58- 63
Cambridge English -180
Duolingo -110-120
৯ Ireland ইউনিভার্সিটির Application fee আছে কি না?
জি Application fee আছে ৪৫ ইউরো অথবা ৫০ ইউরো আবার অনেক ইউনিভার্সিটির Application fee নাই।
১০ Ireland ইউনিভার্সিটিতে আবেদন করার পর ইনটারভিউ নেয় কি না ?
জি নেয় পাশ করলে আপনাকে অফার লেটার দিবে।
১১ Ireland Spouse Allow কি না ?
শুদুমাথ PHD জন্য এলাও Master’s and Bachelor not possible
১২ Ireland গ্যাপ কত বছর Allow করে?
For bachelor 5 years ,For Master’s 5 to 7 years
১৩ Ireland জন্য ব্যাংক Statement লাগে কি না?
১৪ কত দিনের Bank statement লাগে ?
১৫ Bank statement কার নামে দেখানো যাবে ?
১৬ Ireland স্টুডেন্ট ভিসার জন্য মোট কত টাকা লাগবে ?
যেকেতু টিউশন ফি বেশি তাই খরচ ও বেশি লাগবে আপনার ১৫ থেকে ১৬ লাখ টাকার বাজট রাখতে হবে Bachelor জন্য Master’s জন্য ১৭ লাখ বা আরও বেশি।
১৭ Ireland PR পাওয়া যায় কি না?
১৮ Ireland এমবেসি বাংলাদেশে আছে কি না ?
এমবেসি বাংলাদেশে নাই ,তবে আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না ,Ireland Student visa ফুল প্রসেস বাংলাদেশ থেকে হয়।
১৯ Ireland জব কেমন পাওয়া যায় ?
Ireland জব পাওয়া যায়,একজন স্টুডেন্ট Weekely 254 income করতে পারবে।
20 Ireland Diploma স্টুডেন্ট Eligible কি ?
জি Eligible তবে সেটার জন্য কিছু নিয়ম রয়েছে
২১ Ireland ভিসা রেসিও কত ?
Ireland ভিসা রেসিও ৬৫% টু ৭৫%
নিচে Ireland Top Class University নাম দিলাম চাইলে আপনি চেষ্টা করে দেখতে পারেন
Trinity College ,University college Dublin ,Dublin City University ,University College Cork ,TU ,,University of Limerick ,
কিছু কলেজ আছে Ielts 5.5 দিয়ে আবেদন করতে পারবেন।
যাদের Result ভাল,টাকা পয়সার সমস্যা নাই তাদের জন্য Ielts.
২০২৬ সালের জানুয়ারি ইনটেক এর আবেদন শরু আপনারা চাইলে এখন থেকে আবেদন শুরু করতে পারেন।
Like this:
Like Loading...