বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

ইউরোপ-আমেরিকার টিকিটে ছাড় দিল এমিরেটস

  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গন্তব্যের রিটার্ন টিকিটের মূল্যে ছাড় দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স। 

বৃহস্পতিবার (১১ মে) এমিরেটস বাংলাদেশ জানায়, ইকোনমি শ্রেণির টিকিটের জন্য এই অফারটি প্রযোজ্য। বাংলাদেশের যাত্রীরা এমিরেটসের ওয়েবসাইট থেকে সরাসরি (emirates.com/bd) ৩১ মের মধ্যে ছাড়ে টিকিট কিনতে পারবেন। আর সেই টিকিট দিয়ে ভ্রমণ করা যাবে ২০২৩ সালের জুনের ৩০ তারিখ পর্যন্ত।

এমিরেটস জানায়, সব ধরনের ট্যাক্স ও টিকিটের মূল্যে ছাড় দেওয়ার পর ঢাকা থেকে ইকোনমি ক্লাসে দুবাইয়ের ভাড়া ধরা হয়েছে ৭১৩ মার্কিন ডলার, সৌদি আরবের জেদ্দায় ৮৫০ মার্কিন ডলার, ইতালির রোমে ৯০৩ মার্কিন ডলার, মিলানে ৯২৩ মার্কিন ডলার, প্যারিসে ১০৭৬ মার্কিন ডলার, যুক্তরাজ্যের লন্ডনে ১০২৩ ডলার, ম্যানচেস্টারে ১২০৩ মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১২০২ মার্কিন ডলার, ওয়াশিংটনে ১৪১৭ মার্কিন ডলার, টরন্টোতে ১৭৩২ মার্কিন ডলার।

দুবাই রুট ছাড়া অন্যান্য ফ্লাইটগুলো দুবাইয়ে ট্রানজিট হয়ে অন্যান্য গন্তব্যে যাবে। দুই ঈদ, বড় উৎসব ও টানা ছুটির মতো ব্ল্যাক আউট সময়সীমার মধ্যে এই ছাড় পাওয়া যাবে না বলেও জানিয়েছে এমিরেটস।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সাহায্যে দৈনিক তিনটি ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ থেকে বিশ্বের ১২০টির বেশি গন্তব্যে ভ্রমণের জন্য দুবাই থেকে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন যাত্রীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com