1. [email protected] : চলো যাই : cholojaai.net
ইউরোপে মেধার অপচয়: দক্ষতা অনুযায়ী কাজ পাচ্ছেন না অভিবাসীরা, মজুরিতেও বৈষম্য
সোমবার, ১২ মে ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাতারের কাছ থেকে বিলাসবহুল উড়োজাহাজ নিতে যাচ্ছেন ট্রাম্প: মার্কিন গণমাধ্যম হঠাৎ থমকে গেল ‘লন্ডন আই’, নাগরদোলায় আটকে পড়েন পর্যটকেরা! ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে চীনের তরুণদের মাঝে সাড়া ফেলেছে দায়িত্ববিহীন ‘বন্ধুত্বের বিয়ে’ চেহারায় পরিবর্তন আনতে গিয়ে বিপর্যস্ত অস্ট্রেলীয় টিকটকারের জীবন কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হতে যা করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ট্রাম্প অভিবাসীদেরকে অপরাধী বানিয়ে ফেলছেন সিঙ্গাপুর: এক বিস্ময়কর নগরী ও তার সফলতার চারটি গোপন রহস্য যুক্তরাষ্ট্রে কার্ড ব্যবহারে দেখাতে হবে পরিচয়পত্র ক্লাবে নাচতে নাচতে ঢলে পড়েন প্রবাসী বাংলাদেশি, কিছুক্ষণ পরে মৃত্যু

ইউরোপে মেধার অপচয়: দক্ষতা অনুযায়ী কাজ পাচ্ছেন না অভিবাসীরা, মজুরিতেও বৈষম্য

  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪

একই রকমের কাজ করে অভিবাসীরা যদি স্থানীয়দের মতো মজুরি পান, তবে ইউরোপীয় অর্থনীতিতে যুক্ত হতে পারে তিন হাজার তিনশ ৮০ কোটি ইউরো৷

কিন্তু বাস্তবতাটা ভিন্ন৷ কারণ, ইউরোপজুড়ে উচ্চশিক্ষিত এবং কর্মদক্ষ অভিবাসীরা তাদের দক্ষতা অনুযায়ী কাজ পাচ্ছেন না, ফলে টিকে থাকার জন্য কম দক্ষতার শ্রমেও যুক্ত হতে হচ্ছে তাদের৷ শুধু তাই নয়, স্থানীয়দের তুলনায় অভিবাসীরা বেতনও পাচ্ছেন কম৷

এমন তথ্য উঠে এসেছে লাইটহাউস রিপোর্টস, দ্য ফিন্যান্সিয়াল টাইমস, এল পাইস এবং আনবায়াস দ্য নিউজ-এর যৌথ অনুসন্ধানে৷

এতে দেখা গেছে, শিক্ষিত এবং দক্ষ হওয়া সত্ত্বেও অভিবাসীরা যে রকম কাজের সুযোগ পাচ্ছেন তাতে ইউরোপজুড়ে বড় পরিসরে ব্রেইন ওয়েইস্ট বা মেধার অপচয় ঘটছে৷ মেধার অপচয় বলতে যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া, কাঙ্ক্ষিত সময়ের চেয়ে কম কর্মঘন্টা কাজ করা বা একটি নির্দিষ্ট সময় ধরে বেকারত্বকে বোঝানো হয়৷

অনুসন্ধানী প্রতিবদেনটি তৈরিতে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ইউরোস্ট্যাটের শ্রমশক্তি জরিপের ডেটা বিশ্লেষণ করা হয়েছে৷ এই জরিপে ইউরোপীয় ইউনিয়নের সবকটি দেশ এবং নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ডের তথ্যও আছে৷ তবে যুক্তরাজ্যের তথ্য আছে ২০১৯ সাল পর্যন্ত৷

(ফাইল ছবি) পর্তুগালের সিএমআইডি কারখানায় কাজ করছেন নাইজেরিয়া থেকে আসা এক নারী অভিবাসী৷ ছবি: প্যাট্রিসিয়া দে মেলো মোরেইরা/এএফপি
(ফাইল ছবি) পর্তুগালের সিএমআইডি কারখানায় কাজ করছেন নাইজেরিয়া থেকে আসা এক নারী অভিবাসী৷ ছবি: প্যাট্রিসিয়া দে মেলো মোরেইরা/এএফপি

এতে দেখা গেছে, ইউরোপে অবস্থানরত শিক্ষিত অভিবাসীদের প্রায় অর্ধেকে যে কাজটি করছেন, সেই কাজের তুলনায় তারা অনেক বেশি দক্ষ৷ তারা কর্মদক্ষতা অনুযায়ী কাজ পাচ্ছেন না৷ স্থানীয়দের মতো শিক্ষাগত যোগ্যতা এবং কর্মদক্ষতা থাকার পরও তাদের বেকার হওয়ার ঝুঁকি দ্বিগুণ৷ সবচেয়ে বেশি বেকারত্বের ঝুঁকিতে রয়েছেন শিক্ষিত নারী অভিবাসীরা৷ অভিবাসীদের মধ্যে আশ্রয়প্রার্থীদের অবস্থা আরো শোচনীয়৷ আর এভাবেই ইউরোপজুড়ে মেধার অপচয় হচ্ছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে৷

ক্ষতির মুখে অর্থনীতি ও অভিবাসীরা

বার্ধক্য কবলিত জনসংখ্যা, ব্রেক্সিট নীতি এবং ইউক্রেন যুদ্ধের মতো সংঘাতের কারণে ইউরোপজুড়ে দেখা দিয়েছে শ্রমঘাটতি৷ ইউরো জোনে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেয়া হলেও, অনেক ইউরোপীয় দেশ নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং আর্থিক মন্দা কাটিয়ে উঠতে অভিবাসী শ্রমিকের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছে৷ বিদেশি দক্ষ কর্মীদের কাছে টানতে কিছু কিছু দেশ তাদের অভিবাসন নীতিও শিথিল করছে৷

অনুসন্ধানে আরো দেখা গেছে, মজুরির প্রশ্নে উদার নীতিগুলোও দক্ষতা অনুযায়ী কাজের সমতা বিধানে ব্যর্থ হয়েছে৷

উচ্চ আয়ের দেশ থেকে আসা অভিবাসীদের তুলনায় আফ্রিকা, এশিয়া এবং লাতিন অ্যামেরিকা ও সেন্ট্রাল অ্যামেরিকা থেকে আসা অভিবাসীরাই মেধার অপচয়ের শিকার হচ্ছেন বেশি৷ ছবি: ডিজায়ার ডাঙ্গা এসিগ/রয়টার্স
উচ্চ আয়ের দেশ থেকে আসা অভিবাসীদের তুলনায় আফ্রিকা, এশিয়া এবং লাতিন অ্যামেরিকা ও সেন্ট্রাল অ্যামেরিকা থেকে আসা অভিবাসীরাই মেধার অপচয়ের শিকার হচ্ছেন বেশি৷ ছবি: ডিজায়ার ডাঙ্গা এসিগ/রয়টার্স

অনুসন্ধান আরো বলা হয়েছে, সমান ডিগ্রি থাকার পরেও ইউরোপের অভিবাসী গ্র্যাজুয়েটরা স্থানীয় গ্র্যাজুয়েটদের তুলনায় প্রতি বছর দুই হাজার ইউরো কম আয় করেন৷ আর এই আয়ের ব্যবধান দাঁড়িয়েছে প্রায় এক হাজার একশো কোটি ইউরোতে৷

উচ্চ আয়ের দেশ থেকে আসা অভিবাসীদের তুলনায় আফ্রিকা, এশিয়া এবং লাতিন অ্যামেরিকা ও সেন্ট্রাল অ্যামেরিকা থেকে আসা অভিবাসীরাই মেধার অপচয়ের শিকার হচ্ছেন বেশি৷

শ্রমবাজারে শ্রম দিয়েও কম আয় করার কারণে অভিবাসী কর্মীরাই শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, বরং অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ছে বলেও অনুসন্ধানে উঠে এসেছে৷ এতে বলা হয়েছে, অভিবাসীদের যদি তাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজে নিয়োগ দেয়া হয় এবং স্থানীয়দের সমান বেতন দেয়া হয়, তাহলে ইউরোপের অর্থনীতিতে অন্তত ৩৩ দশমিক ৮ বিলিয়ন ইউরো যুক্ত হবে৷

সব দেশ সমান নয়

অনুসন্ধানে আরো দেখা গেছে, ইউরোপের দেশগুলোর মধ্যে ইটালি, গ্রিস, স্পেন এবং সুইডেনে সবচেয়ে বেশি পরিমাণে মেধার অপচয় হচ্ছে৷

অনুসন্ধানে দেখা গেছে, ইউরোপের দেশগুলোর মধ্যে ইটালি, গ্রিস, স্পেন এবং সুইডেনে সবচেয়ে বেশি পরিমাণে মেধার অপচয় হচ্ছে৷ আর সবচেয়ে কম হচ্ছে পর্তুগালে৷ ছবি: মারিও ক্রুজ/আর্কাইভ/ইপিএ
অনুসন্ধানে দেখা গেছে, ইউরোপের দেশগুলোর মধ্যে ইটালি, গ্রিস, স্পেন এবং সুইডেনে সবচেয়ে বেশি পরিমাণে মেধার অপচয় হচ্ছে৷ আর সবচেয়ে কম হচ্ছে পর্তুগালে৷ ছবি: মারিও ক্রুজ/আর্কাইভ/ইপিএ

শিক্ষিত অভিবাসীদের কার্যকরভাবে কাজে লাগানোর ক্ষেত্রে প্রথম দিকেই আছে পর্তুগালের নাম৷ পশ্চিম ইউরোপের দরিদ্রতম এই দেশটিতে শিক্ষিত অভিবাসীরা তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন এবং বেকারত্বের হারও কম৷ এছাড়াও, পর্তুগালে অভিবাসী এবং স্থানীয় গ্র্যাজুয়েটদের মধ্যে তুলনামূলক সমতা রয়েছে৷ শিক্ষকতা, নার্সিং, প্রকৌশল এবং আর্থিক খাতে কাজ করা সেখানে স্থানীয় ও অভিবাসীদের জন্য সাধারণ পেশায় পরিণত হয়েছে৷

অভিবাসীরা যে অর্থনৈতিক সূচকে ভূমিকা রাখছে সেটাকে স্বীকৃতি দিয়েছে পর্তুগালের সরকার৷ এছাড়াও, বিনা খরচে ভাষা শিক্ষার সুযোগ দেয়া, প্রশিক্ষণ, পরামর্শ এবং উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেয়ার কারণেই পর্তুগাল এই সাফল্য পাচ্ছে বলে অনুসন্ধানে উঠে এসেছে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com