বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের আবেদন কমেছে

  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন দেশে বাড়তে থাকা অভিবাসনপ্রত্যাশী ও আশ্রয়প্রার্থীদের স্রোত গত বছরের তুলনায় কমেছে। গত এক বছরের মধ্যে প্রথম এই পরিসংখ্যান নিম্নমুখী হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান বিষয়ক সংস্থা ইউরোস্ট্যাট জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পেতে গত জুন মাসে ৭০ হাজার ৩৭৫টি আবেদন পড়েছে৷ গত বছরের জুন মাসের তুলনায় সংখ্যাটি ১৭ শতাংশ কম৷

সংস্থাটি আরও জানিয়েছে, মোট আবেদনের ১২ শতাংশ করেছেন সিরিয়ানরা৷ এরপরে আছেন ভেনিজুয়েলা (৯ শতাংশ) ও আফগানিস্তানের (৮ শতাংশ) নাগরিকেরা৷

এদিকে আরেক প্রতিবেদনে ডয়চে ভেলে জানিয়েছে, ২০২৪ সালের জুন মাসে জার্মানিতে আশ্রয়ের আবেদনের সংখ্যা মোট ১৬ হাজার ৭৭০টি৷ যা গতবছরের জুন মাসের চেয়ে ২৭ শতাংশ কম৷

জার্মানিতে চরম ডানপন্থিদের সমর্থন বাড়ার ফলে অভিবাসন নীতি দিন দিন কঠোর করছে সরকার৷ জার্মানির সব স্থলসীমান্তে পুলিশ নজরদারি বাড়ানো শুরু করেছে৷

গত কয়েক বছর ধরে ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ইতালি, গ্রিস ও স্পেন, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য এবং স্থলপথে পূর্ব ইউরোপ হয়ে জার্মানি-ফ্রান্স-সুইডেনসহ বিভিন্ন দেশে ঢুকছেন এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশী ও আশ্রয়প্রার্থীরা।

কোনো প্রকার নথিপত্র ছাড়া অবৈধভাবে প্রবেশ করা এসব অভিবাসনপ্রত্যাশীদের চাপে নাভিশ্বাস উঠছে ইউরোপের বিভিন্ন দেশের। উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়েই এসব পথে পা বাড়াচ্ছে মানুষ। যাদের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত, রাজনৈতিক অস্থিতিশীল এবং দরিদ্র দেশের নাগরিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com