পোল্যান্ডে ২০১৫-২০১৯ এর দিকে প্রচুর বাংলাদেশী স্টুডেন্ট যেত কিন্তু অনেকেই পোল্যান্ডে স্টুডেন্ট ভিসায় গিয়ে ফ্রান্স, ইতালির মত দেশ গুলোতে চলে যাওয়ার ফলে তারা স্টুডেন্টদের ভিসা দেওয়ায় কড়াকড়ি আরোপ করে। তবে আপনার একাডেমিক প্রোফাইল ভালো হলে এবং আইইএলটিএস থাকলে চেষ্টা করতে পারেন। বছরে ২.৫-৫ লাখ টাকা টিউশন ফি দিতে হবে এই দেশটির ভার্সিটি গুলোতে পড়তে।
২। হাঙ্গেরি
আপনার জন্য হাঙ্গেরি ভালো অপশন হতে পারে। এই দেশটি প্রতি বছর বাংলাদেশী ১৩০+ স্টুডেন্টকে স্কলারশিপ ও দেয়। আপনি যদি টিউশন ফি দিয়ে পড়তে চান তাহলে বছরে ৩.৫ টাকার মত লাগতে পারে। তবে ভার্সিটি ভেদে টিউশন ফি কম-বেশি হতে পারে।
৩। এস্তোনিয়া
দেশটাতে এক সময় প্রচুর বাংলাদেশী যেত কারণ একে তো টিউশন ফি কম তার ওপর টিউশন ফি ওয়েভার পাওয়া যেত। বছরে ২.৫-৪ লাখ টাকা টিউশন ফি দিয়ে এই দেশের ভার্সিটি গুলোতে পড়তে পারবেন। যারা মাস্টার্স করতে চান University of Tartu দেখতে পারেন।
৪। চেক রিপাবলিক
চেক রিপাবলিকে অনেক বাংলাদেশী অনেক আগে থেকেই ব্যাচেলর, মাস্টার্স করতে আসে। এর একটা কারণ কম টিউশন ফি, সহজ পিআর সিস্টেম। দেশটির কিছু ভার্সিটিতে বছরে ১.৫ লাখ টাকা খরচ করেও পড়তে পারবেন।
Like this:
Like Loading...