মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

ইউনেস্কোর তালিকায় স্থান পেলো শান্তিনিকেতন

  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন স্থান পেলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের তালিকায়। রোববার (১৭ সেপ্টেম্বর) সংস্থাটির পক্ষ থেকে এ ঘোষণা আসে।

বিশ্বে প্রথমবার একটি সচল বিশ্ববিদ্যালয় পেলো ইউনেস্কোর সম্মানজনক স্বীকৃতি। পশ্চিমবঙ্গের বোলপুরে অবস্থিত একটি আশ্রম এবং শিক্ষাকেন্দ্র শান্তিনিকেতন। ১৮৬৩ সালে, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর নিভৃতে ঈশ্বরচিন্তা এবং ধর্মালোচনার উদ্দেশ্যে সেটি প্রতিষ্ঠা করেন। ১৯০১ সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

১৯১৮ সালে বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তিনবছর পর বিশ্বকবির উপস্থিতিতেই বিশ্বভারতীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল। ১৯৫১ সালে একে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে ভারত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com