মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি ৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।

পদের নাম ও সংখ্যা: এক্সিকিউটিভ-এয়ারপোর্ট সার্ভিস ৫০টি

চাকরির ধরন: পূর্ণকালীন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়

যোগ্যতা: যেকোনো বিষয়ে সিজিপিএ-৪-এর মধ্যে প্রথম শ্রেণির স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫-এর মধ্যে ন্যূনতম ৪ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: ন্যূনতম উচ্চতা নারী ও পুরুষ প্রার্থীর ক্ষেত্রে যথাক্রমে ১৬০ ও ১৬৭ সেন্টিমিটার। ওজন হতে হবে বিএমআইয়ের উচ্চতার আনুপাতিক হারে ১৮.৫ থেকে ২৫.০। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬। কালার ব্লাইন্ড হলে চলবে না। লেখা ও কথা বলার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

বয়স: সর্বোচ্চ ২৬ বছর

বেতন: মাসিক ৩০,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তকে বছরে দুটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, বছরে বিনা খরচে ভ্যাট বাদে বিমান টিকিট (ইউএস-বাংলা এয়ারলাইনস গন্তব্যে দেশীয় ও আন্তর্জাতিক), সম্পূর্ণ বিনা খরচে খাবারের ব্যবস্থাসহ আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান (অফিস)

আবেদন প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীরা বিডিজবসের এই ঠিকানায় গিয়ে নিয়োগ-সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৪ জানুয়ারি ২০২৪।

সূত্র: বিডি জবস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com