সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

ইউএসএআইডি সন্ত্রাসী সংগঠন, অর্থায়ন করেছে জৈব অস্ত্র গবেষণা ও প্রোপাগান্ডায়: ইলন মাস্ক

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বের শীর্ষ ধনকুবের, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) চেয়ারম্যান ইলন মাস্ক দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, সংগঠনটি মার্কিন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে, প্রোপাগান্ডা ছড়ানোর জন্য অর্থ ব্যয় করেছে। তিনি আরও বলেছেন, সংস্থাটির মরে যাওয়াই ভালো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পৃথক তিনটি টুইটে বলেছেন, ‘আপনারা জানেন কী, ইউএসএআইডি আপনাদের ট্যাক্সের টাকায় জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে। এর মধ্যে কোভিড-১৯ এর মতো জীবাণুও অন্তর্ভুক্ত, যার কারণে কয়েক কোটি মানুষ মারা গেছেন।’

অপর এক টুইটে ইলন মাস্ক মাইক বেঞ্জের একটি টুইট শেয়ার করে বলেন, ‘ইউএসএআইডি তাদের প্রোপাগান্ডা প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে বিপুল পরিমাণ টাকা দিয়েছে।’ আলাদা এক টুইটে তিনি ঘোষণা করেন যে, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ‘মরে যাওয়া উচিত’।

এই মন্তব্য এমন এক সময়ে এল যার মাত্র কয়েক ঘণ্টা আগে সংস্থার দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর প্রতিবেদন সামনে এসেছে। অভিযোগ, তাঁরা মাস্কের প্রতিনিধিদের গোপন নথি দেখতে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এর আগে, গত সোমবার ইলন মাস্ক ইউএসএআইডিকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে অভিহিত করেন। জানা গেছে, সংস্থাটির সদর দপ্তরে সংরক্ষিত এলাকাগুলোতে মাস্কের ব্যয় সংকোচন বিষয়ক টাস্কফোর্সের সদস্যদের প্রবেশাধিকার দিতে নিরাপত্তা কর্মকর্তারা বাধা দেন। এর পরপরই মাস্ক লিখেন, ‘এখন এটির মরে যাওয়ার সময় হয়েছে।’

এদিকে, ইউএসএআইডির নিরাপত্তা পরিচালক জন ভরহিস এবং তাঁর সহকারী ব্রায়ান ম্যাকগিলকে ছুটিতে পাঠানো হয়েছে। মার্কিন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ডিওজিই-এর কর্মীদের নিরাপত্তা অনুমোদন না থাকার কারণে তারা সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে দেননি। তবে, একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ট্রাম্পের নির্বাহী আদেশে তৈরি হলেও সরকারি কোনো বিভাগ নয়। সরকারি সংস্থার সদস্যরা সংরক্ষিত এলাকায় প্রবেশের সুযোগ পান। পরে অবশ্য ডিওজিই-এর সদস্যদেরও সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়।

এই বিষয়ে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং অবশ্য বলেছেন, ডিওজিই-এর কর্মীরা সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করেননি এবং এই সংক্রান্ত প্রতিবেদনকে ‘ভুয়া সংবাদ’ ও ‘নির্জলা মিথ্যা’ বলে উড়িয়ে দেন। এক্সে শেয়ার করা পোস্টে চিউং বলেন, ‘গণমাধ্যম কতটা অসতর্ক ও অবিশ্বাসযোগ্য, এটি তারই প্রমাণ।’ তবে ডিওজিইতে কর্মরত ক্যাটি মিলার এক্সে লিখেছেন, ‘যথাযথ নিরাপত্তা অনুমোদন নিয়ে কোনো গোপন নথির এলাকায় প্রবেশ করা হয়েছিল।’

এদিকে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডের (ইউএসএআইডি) অফিশিয়াল ওয়েবসাইটও এবার বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। এমনকি ইউএসএআইডির এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি।

গত শুক্রবার রয়টার্সকে বিষয়টির সঙ্গে পরিচিত দুটি সূত্র জানায়, ট্রাম্প প্রশাসন ইউএসএআইডি-এর স্বাধীনতা কেড়ে নিয়ে এটিকে পররাষ্ট্র দপ্তরের অধীনে আনার পরিকল্পনা করছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে মানবিক সহায়তার জন্য যে ৪২ দশমিক ৮ বিলিয়ন ডলার সহায়তা দিত তা আপাতত স্থগিত করে সরাসরি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে নেওয়া হবে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার আগে গত শুক্রবার ইউএসএআইডির সব সিলমোহরও এর কার্যালয় থেকে অপসারণ করা হয়। বিশ্লেষকেরা বলছেন, এটি মূলত এই সংস্থাটিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার ইঙ্গিত।

এর আগে, ট্রাম্প প্রশাসন বিদেশি সহায়তা বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দেয়। গত সপ্তাহে প্রশাসন জানিয়েছিল, বৈশ্বিক সহায়তা কার্যক্রম ট্রাম্পের ‘আমেরিকা সবার আগে’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পর্যালোচনার জন্য তারা বিদেশি সাহায্য সাময়িকভাবে স্থগিত রাখছে।

তবে এই বিষয়ে ইউএসএআইডির বর্তমান ও সাবেক কর্মকর্তারা বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার মাধ্যমে মতভিন্নতার পথ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। সংস্থাটিকে পররাষ্ট্র দপ্তরের অধীনে আনা হলে এটি হবে এক ‘বিপর্যয়কর পরিবর্তন’। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এর ফলে মার্কিন সরকার এমন এক অবস্থানে চলে যাবে, যেখানে মানবিক সহায়তা সংক্রান্ত কণ্ঠস্বর উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী আলোচনায় গুরুত্ব পাবে না।’

মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামত নিবন্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পশ্চিম গোলার্ধে নতুন মার্কিন কূটনৈতিক দৃষ্টিভঙ্গির রূপরেখা তুলে ধরেন। রুবিও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে তাঁর প্রথম সফরে এল সালভাদর, গুয়াতেমালা, কোস্টারিকা, পানামা ও ডোমিনিকান রিপাবলিকে যাবেন।

রুবিও বলেন, ‘আগের প্রশাসনগুলো এই দেশগুলোকে উপেক্ষা করেছে। তারা বৈশ্বিক ইস্যুগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে এবং এমন নীতি অনুসরণ করেছে যা চীনের অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করেছে এবং এমনটা করতে গিয়ে প্রায়ই আমাদের প্রতিবেশীদের ক্ষতি হয়েছে।’

রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস এমন এক আইনি উপায় খুঁজছে যার মাধ্যমে ট্রাম্প নির্বাহী আদেশ জারি করে সংস্থাটির স্বাধীনতা বাতিল করতে পারেন। সম্ভব হলে তিনি দুই-একদিনের মধ্যেই এ ধরনের নির্দেশে স্বাক্ষর করতে পারেন। তবে প্রেসিডেন্ট কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে ইউএসএআইডিকে পররাষ্ট্র দপ্তরের অধীনে আনতে পারবেন কি না, তা স্পষ্ট নয়।

সংস্থাটি যদি পররাষ্ট্র দপ্তরের অধীনে চলে যায়, তাহলে এটি আগের চেয়ে আরও স্পষ্টভাবে মার্কিন পররাষ্ট্রনীতির হাতিয়ার হয়ে উঠতে পারে। আগে যেখানে এটি স্বাধীনভাবে বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা হিসেবে কাজ করত, এমনটা হলে তা আর ঘটবে না।

সংস্থাটি অতীতে এমন দেশগুলোকেও সহায়তা করেছে যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নেই, যেমন ইরান। সংস্থাটির এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, কূটনৈতিক মিশনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকার কারণে ইউএসএআইডি এমন সম্পর্ক তৈরি করতে পেরেছে। প্রকৃতপক্ষে, স্রেফ রাজনৈতিক উদ্দেশ্য থাকলে সম্ভব হতো না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com