সরকারি-বেসরকারি বহু চাকরির জন্য ইংরেজি ভাষায় দক্ষতা থাকা জরুরি আপনার জন্য। তবে বিভিন্ন কারণে এ ভাষা হয়তো ভালোভাবে শেখার সুযোগ পাননি। এক্ষেত্রে ইংরেজি কোর্স করার মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে পারেন। এর সুবিধা হলো, পুরানো ভুলগুলো সংশোধন করার পাশাপাশি নতুনভাবে এ ভাষাকে ব্যবহার করা শিখবেন। ফলে চাকরির পরীক্ষায় আপনার গ্রহণযোগ্যতাও বেড়ে যাবে।
বর্তমানে দুইভাবে ইংরেজি কোর্স করতে পারেন আপনিঃ
দেশের বিভিন্ন প্রান্তে ইংরেজি শিক্ষাদানকারী প্রতিষ্ঠানগুলোর কোর্সের ধরন, শিক্ষাদান পদ্ধতি ও মান আলাদা হয়। আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী কোর্স বাছাই করার ব্যাপারে তারা সরাসরি তথ্য দিতে পারবেন।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরের বাইরে ইংরেজি শেখার মানসম্মত প্রতিষ্ঠান পাওয়া কঠিন। এক্ষেত্রে আপনি অনলাইনে কোর্স করার কথা বিবেচনা করুন।
ইংরেজির দক্ষতা যাচাইয়ে ব্যবহৃত ‘International English Language Testing System’ বা ‘IELTS’ পরীক্ষার নাম আমাদের দেশে বেশ পরিচিত। তবে চাকরি করার জন্য প্রয়োজনীয় ইংরেজি শেখার বেলায় এ পরীক্ষাকেন্দ্রিক কোন কোর্স না করলেও চলবে আপনার।
বয়স ও প্রয়োজনের ভিত্তিতে কয়েক লেভেলের কোর্স পরিচালনা করে থাকে স্বনামধন্য এ প্রতিষ্ঠান। আপনি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী, গ্র্যাজুয়েট, চাকরিপ্রার্থী বা চাকরিজীবী হয়ে থাকলে প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ইংরেজি কোর্স করে নিতে পারেন।
কোর্স | কোর্স সম্পর্কিত তথ্য |
English Skills | যা শেখানো হয়ঃ বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইংরেজির ব্যবহার লেভেলঃ Elementary, Pre-intermediate, Intermediate কোর্সের মেয়াদঃ ২৪ ঘণ্টা (সপ্তাহে ৩ ঘণ্টা) বা ৮ সপ্তাহ কোর্সের মূল্যঃ ৳১৩,৯০০ ক্লাসের স্থানঃ ঢাকার ফুলার রোড, গুলশান ও উত্তরা |
Spoken English | যা শেখানো হয়ঃ সঠিক ও সাবলীলভাবে ইংরেজি বলা লেভেলঃ Intermediate, Upper-intermediate কোর্সের মেয়াদঃ ২৪ ঘণ্টা (সপ্তাহে ৩ ঘণ্টা) বা ৮ সপ্তাহ কোর্সের মূল্যঃ ৳১৩,৯০০ ক্লাসের স্থানঃ ঢাকার ফুলার রোড, গুলশান ও উত্তরা |
English for IELTS | যা শেখানো হয়ঃ ‘IELTS’ পরীক্ষা প্রস্তুতি লেভেলঃ Pre-intermediate, Intermediate, Upper-intermediate কোর্সের মেয়াদঃ ২৪ ঘণ্টা (সপ্তাহে ৩ ঘণ্টা) বা ৮ সপ্তাহ কোর্সের মূল্যঃ ৳৯,০০০ (অনলাইন) |
myClass Online | কোর্সের ধরনঃ অনলাইন কোর্স লেসনের সংখ্যাঃ ১৫ (১৫ ক্রেডিট), ৩০ (৩০ ক্রেডিট), ৪৫ (৪৫ ক্রেডিট) প্রতিটি লেসনের দৈর্ঘ্যঃ ৯০ মিনিট কোর্সের মেয়াদঃ ২ মাস (১৫ ক্রেডিট), ৪ মাস (৩০ ক্রেডিট), ৬ মাস (৪৫ ক্রেডিট) কোর্সের মূল্যঃ ৳৯,০০০ (১৫ ক্রেডিট), ৳১৭,০০০ (৩০ ক্রেডিট), ৳২৪,০০০ (৪৫ ক্রেডিট) |
সাইফুর’স (Saifur’s)
প্রতিষ্ঠানটির মাধ্যমে অনলাইন ও অফলাইনে কোর্স করতে পারবেন।
কোর্সের নাম | কোর্স সম্পর্কিত তথ্য |
Spoken Offline | ক্লাসের সংখ্যাঃ ২৪ মেয়াদঃ ৩ মাস (সপ্তাহে ২ দিন) মূল্যঃ ৳৬,০০০ |
Spoken Online | ক্লাসের সংখ্যাঃ ২৪ মেয়াদঃ ৩ মাস (সপ্তাহে ২ দিন) মূল্যঃ ৳১,৫০০ |
Writing Offline | ক্লাসের সংখ্যাঃ ২৪ মেয়াদঃ ৩ মাস (সপ্তাহে ২ দিন) মূল্যঃ ৳৬,০০০ |
Writing Online | ক্লাসের সংখ্যাঃ ২৪ মেয়াদঃ ৩ মাস (সপ্তাহে ২ দিন) মূল্যঃ ৳১,৫০০ |
IELTS Offline | ক্লাসের সংখ্যাঃ ২৪ মক টেস্টের সংখ্যাঃ ১০ মেয়াদঃ ৩ মাস (সপ্তাহে ২ দিন) মূল্যঃ ৳১৫,০০০ |
IELTS Online | ক্লাসের সংখ্যাঃ ২৪ মক টেস্টের সংখ্যাঃ ১০ মেয়াদঃ ৩ মাস (সপ্তাহে ২ দিন) মূল্যঃ ৳৩,৫০০ |
IELTS Crash Course (Online) | ক্লাসের সংখ্যাঃ ২০ মক টেস্টের সংখ্যাঃ ৬ মেয়াদঃ ১ মাস মূল্যঃ ৳৬,৫০০ |
আধুনিক ভাষা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
চার ধরনের সার্টিফিকেট কোর্সে ভর্তি হবার সুযোগ রয়েছে এখানে। তবে ইংরেজির সাধারণ ব্যবহার জানার জন্য জুনিয়র বা সিনিয়র সার্টিফিকেট কোর্স সম্পন্ন করাই যথেষ্ট।
কোর্স | কোর্স সম্পর্কিত তথ্য |
জুনিয়র সার্টিফিকেট | কোর্সের মেয়াদঃ ১ বছর (১২০ ঘণ্টা) শিক্ষাবর্ষঃ জুলাই – জুন শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/এ লেভেল বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/বি-গ্রেড/ জি.পি.এ. ২.৫ |
সিনিয়র সার্টিফিকেট | কোর্সের মেয়াদঃ ১ বছর (১২০ ঘণ্টা) শিক্ষাবর্ষঃ জুলাই – জুন বিশেষ শর্তঃ জুনিয়র সার্টিফিকেট পর্যায়ে না পড়ে সরাসরি এ কোর্সে ভর্তি হতে হলে আন্তর্জাতিক ভাষা ইন্সটিটিউটের মানের অন্য কোন প্রতিষ্ঠান থেকে ভাষা শিক্ষার প্রমাণপত্র দেখাতে হবে আপনাকে |
ডিপ্লোমা | কোর্সের মেয়াদঃ ১ বছর (১২০ ঘণ্টা) শিক্ষাবর্ষঃ জুলাই – জুন বিশেষ শর্তঃ জুনিয়র সার্টিফিকেট পর্যায়ে না পড়ে সরাসরি এ কোর্সে ভর্তি হতে হলে আন্তর্জাতিক ভাষা ইন্সটিটিউটের মানের অন্য কোন প্রতিষ্ঠান থেকে ভাষা শিক্ষার প্রমাণপত্র দেখাতে হবে আপনাকে |
উচ্চতর ডিপ্লোমা | কোর্সের মেয়াদঃ ১ বছর (১২০ ঘণ্টা) শিক্ষাবর্ষঃ জুলাই – জুন বিশেষ শর্তঃ জুনিয়র সার্টিফিকেট পর্যায়ে না পড়ে সরাসরি এ কোর্সে ভর্তি হতে হলে আন্তর্জাতিক ভাষা ইন্সটিটিউটের মানের অন্য কোন প্রতিষ্ঠান থেকে ভাষা শিক্ষার প্রমাণপত্র দেখাতে হবে আপনাকে |
অনলাইনে নিজের সুবিধা অনুযায়ী সময়ে ইংরেজির উপর কোর্স করা এখন বেশ সহজ। এর জন্য অবশ্য ভালো ইন্টারনেট সংযোগ দরকার আপনার। এছাড়া, ইংরেজির প্রাথমিক জ্ঞান থাকতে হবে। কারণ হলো, অধিকাংশ ভালো কোর্স ইংরেজিতেই শেখানো হয়।
অনেকের ধারণা রয়েছে যে, অনলাইন কোর্স করা মানেই টাকা খরচের ব্যাপার। সব ক্ষেত্রে এটি সঠিক নয়। বর্তমানে বেশ কিছু বড় লার্নিং প্লাটফর্মে আপনি বিনা মূল্যে কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। শুধু সার্টিফিকেট নেবার বেলায় ফি প্রযোজ্য হয়। সেগুলোর পেমেন্ট ডলারে হবার কারণে আপনি হয়তো সার্টিফিকেট নিতে পারবেন না। কিন্তু কোর্সের মাধ্যমে ইংরেজির দক্ষতা ঠিকই বাড়িয়ে নিতে পারবেন।
আপনার সুবিধার্থে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে বাছাই করা কয়েকটি কোর্সের কথা উল্লেখ করছি আমরা।
ইংরেজি শিক্ষার এ প্লাটফর্মে স্বল্প খরচে কোর্স করে নিতে পারবেন। সাথে পাবেন রিপোর্ট ও সার্টিফিকেট।
রেপ্টো (REPTO)
অ্যালিসন (Alison)
এডএক্স (edEx)