শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

আসছে গরম যাবেন কোথায়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

কখন কোথায় ঘুরতে যাবেন, সেটা জানা থাকা জরুরি। ভ্রমণে গিয়ে যদি প্রকৃতির আসল সৌন্দর্যই উপভোগ করতে না পারেন, তাহলে অর্থ, সময় আর শক্তি সবই বৃথা। বিভিন্ন এয়ারলাইন ও ট্যুর এজেন্ট বাজেট ভ্রমণের প্যাকেজ দিয়ে থাকে। অনলাইনে একটু খুঁজলেই সেগুলো পেয়ে যাবেন।

ভারতের রাজস্থান, দিল্লি, জয়পুর, আগ্রাসহ বিভিন্ন অঞ্চলের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস। সড়ক কিংবা বিমান পথে অল্প খরচে ভারতে যাওয়া সম্ভব।

ফিরোজা নীল পানি ও ঝকঝকে সাদা বালুর দেশ মালদ্বীপ ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে এপ্রিল মাস। পাঁচ তারকা বিলাসবহুল রিসোর্টের খরচ এড়িয়ে এখন অল্প খরচে মালদ্বীপের বেশ কিছু দ্বীপ ঘুরে আসা সম্ভব। মধুচন্দ্রিমার মোক্ষম গন্তব্য এই দেশ। একই সময়ে ঘুরে আসতে পারেন থাইল্যান্ড। এর কোঁ সামুই, কোঁ ফাঙ্গান, ফি ফি দ্বীপ ইত্যাদি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। বাংলাদেশ থেকে বেশ কম খরচেই পাওয়া যায় থাইল্যান্ড।

ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস মালয়েশিয়া ঘুরে আসার সেরা সময়। ম্যারিনা বে, গার্ডেনস বাই দ্য বে, চায়না টাউন ইত্যাদি জায়গা ভ্রমণের সেরা সময় ডিসেম্বর থেকে জুন মাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com