শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

আষ্ট্রেলিয়ার ভিজিট ভিসা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

আষ্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ভিসার জন্য আবেদন করতে হবে নিচের ঠিকানায়।

ভি.এফ.এস
তাজ ক্যাসিলিন (৩য় তলা)
২৫, গুলশান এভিনিউ, ঢাকা

জমার সময়: সকাল ৯টা থেকে ২টা এবং দুপুর ২টি থেকে ৪টা রোববার থেকে বৃহ:বার।
ডেলিভারির সময়: ১১টা থেকে ১টা এবং ২টা থেকে ৪টা। সাধারনত ৭ কর্মদিবসের মধ্যে ভিসা পাওয়া যায়
তবে কখনো কখনো বেশি সময়ও লাগতে পারে।

ভিসা পেতে যে সমস্ত কাগজপত্র আপনাকে জমা দিতে হবে।
১। পাসপোর্ট (৬ মাস মেয়াদ থাকতে হবে।)
২। পাসপোর্টফটোকপি – ১ সেট।
৩। ভিসা আবেদনপত্র (সঠিকভাবে পুরনকৃত এবং স্বাক্ষরীত)
৪। ফটো (৩৫ এম.এম৪৫ এম.এম) সাইজ সাদা ব্যাকগ্রাউন্ড
৫। চাকুরিজীবি হলে ছুটি এবং নো অবজেকশন সার্টিফিকেট
৬। ব্যবসায়ী হলে ট্রেডলাইসেন্সের ফটোকপি (নোটারাইজড)
৭। আপডেট ব্যাঙ্ক স্টেটমেন্ট (৬ মাসের)
৮। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড (যদি থাকে)
৯। কানফার্মরিটার্ন এয়ার টিকেট।

১০। অন্যান্য কাগজপত্র

ক) ট্যুর প্রোগ্রাম
খ) ভিজিটিং কার্ড
গ) বিবাহিত হলে বিয়ের সার্টিফিকেট (ইংরেজীতে)
ঘ) সন্তানের জন্ম সনদ পত্র
ঙ) বাড়ী বা জমির দলিলপত্র
চ) বøু বুকের (যদি থাকে) ফটোকপি
ছ) অন্যান্য আয়ের সোর্স (যদি থাকে)
জ) এফডি আর বা অন্যান্য সঞ্চয়ের কাগজপত্র

ভিসা প্রসেসিং খরচ (অফেরতযোগ্য)

১। এ্যাম্বাসি ফি সিঙ্গেল ৬১০৫ টাকা
২। অন্যান্য ফি মাল্টিপল ১১০০৫ টাকা
৩। ভি এফ এস ফি ৭৫০ টাকা
৪। এজেন্টের সার্ভিস চার্জ ৫,০০০ টাকা
৫। অরিজিনাল হোটেল বুকিং ৫,০০০ টাকা
২ জন এক সাথে ভিসা এপ্লাই করলে হোটেল বুকিং এর জন্য অতিরিক্ত ১,০০০ টাকা দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com