মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

আর্থিক সংকট, পাকিস্তান এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট বাতিল

  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

আর্থিক সংকটের কারণে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বেশ কয়েকটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

খবরে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা জ্বালানি সরবরাহের জন্য পাকিস্তান স্টেট অয়েল (পিএসও) পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় করাচি বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়।

পাকিস্তান ভিত্তিক মিডিয়া আউটলেট জানিয়েছে যে, বাতিল করা ফ্লাইটগুলোর মধ্যে করাচি-তুরবাত, করাচি-গোয়াদার, করাচি-কোয়েটা, করাচি-সুক্কুর এবং করাচি-মুলতান রয়েছে।

এর আগে এক রিপোর্টে জিও নিউজ জানায়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ১৫টি বিমান গ্রাউন্ড করার ঝুঁকিতে রয়েছে। কারণ এটি এখনও ২০ বিলিয়ন রুপি বকেয়া পরিশোধ করতে পারেনি।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বিমানগুলো গ্রাউন্ডেড হলে ৩০টিরও বেশি ফ্লাইট স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেখানে বলা হয়েছে, জ্বালানী, ফেডারেল আবগারি শুল্ক (এফইডি) এবং ইজারা প্রদান সংক্রান্ত বকেয়া সময়মতো পরিশোধে বিলম্বের ফলে ১৫টি বিমান গ্রাউন্ডেড হতে পারে।

পাকিস্তানের বিমান পরিবহন মন্ত্রণালয় বলেছে যে, পিআইএ ওভারহোল করা একটি জটিল প্রক্রিয়া এবং এক বছর সময় লাগবে। এই সময়ে জাতীয় ক্যারিয়ার সচল রাখা অপরিহার্য।

গত সপ্তাহে পিআইএ সরকারি তহবিল পেয়েছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স জানিয়েছে, ‘এয়ারক্রাফ্ট এবং ইঞ্জিন ইজারা, অতিরিক্ত সহায়তা এবং বিদেশি স্টেশনগুলোতে অর্থ প্রদানের দীর্ঘকালীন বকেয়া পরিশোধের জন্য তহবিলগুলো ব্যবহার করা হবে।’

সূত্র: এএনআই

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com