রেন্ট গাইডলাইন্স বোর্ডের ভোটে এক বছরের লিজের ক্ষেত্রে ৩ শতাংশ বাড়বে বাড়ি ভাড়া। এছাড়া দুই বছরের লিজে প্রথম বছরে ২.৭৫ শতাংশ আর দ্বিতীয় বছরে ৩.২ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
মেয়র এরিক অ্যাডামস দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় দফায় বাড়িভাড়া বৃদ্ধি। আর রেন্ট- গাইডলাইন্স বোর্ডের সদস্যারও তারই নিয়োগপ্রাপ্ত। আগে থেকেই নগরের বাড়ির মালিকেরা যেসব সমস্যার কথা বলে আসছিলেন তাদের দিকেই বেশি সহানুভূতি দেখালেন মেয়র এরিক। এ বছর ৩ শতাংশ বাড়ার সিদ্ধান্ত হলো। এক বছর আগে এই বৃদ্ধির হার ছিলো ৩.২৫ শতাংশ। ২০১৩ সালৈল পর এই প্রথম এত বেশি হারে বাড়লো বাড়ি ভাড়া।
আগামী ১ অক্টোবর থেকে এই বাড়তি বাড়ি ভাড়া কার্যকর করা হবে।