হারিয়ে যাওয়া কার্ড নতুন করে তুলতে গেলে ফি লাগবে বলে জানান বেলাল। অ্যামেরিকার গ্রিন কার্ড বা পাসপোর্টের মতো নথি হারিয়ে যাওয়ার ঘটনা বিরল নয়। যে কারও ক্ষেত্রে এমনটি হতে পারে। এ ধরনের ক্ষেত্রে করণীয় কী, তা টিবিএনকে জানিয়েছেন প্যাারালিগাল এবং বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও বেলায়েত হোসেন বেলাল।
তার ভাষ্য, বিষয়টি জটিল নয়। গ্রিন কার্ড হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে যেন জটিলতায় পড়তে না হয়, সে জন্য লিখিত নথিসংক্রান্ত কাজগুলো হালনাগাদ করায় মনোযোগী হওয়া উচিত। তিনি জানান, বাইরে ভ্রমণ করতে গেলে গ্রিন কার্ড ছাড়া ফেরা যাবে না। ফলে কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ।
কার্ড নতুন করে পাওয়ার জন্য পুলিশ রিপোর্ট লাগবে না জানিয়ে এ প্যারালিগ্যাল বলেন, ‘সোশ্যাল সিকিউরিটি কার্ডটা নিয়ে আসলেই হবে। আর এলিয়েন কার্ড নম্বর যদি থাকে, তাই যথেষ্ট রিনিউয়াল করার জন্য।’ হারিয়ে যাওয়া কার্ড নতুন করে তুলতে গেলে ফি লাগবে বলে জানান বেলাল।
কত দিনের মধ্যে কার্ড ফেরত পাওয়া যাবে, সে বিষয়ে তিনি বলেন, আবেদন অনলাইনে হলে যদি এক বছরের মধ্যে ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে, তাহলে সাধারণত তিন সপ্তাহের মধ্যে কার্ড চলে আসে। আর লিখিত নথিপত্রের মাধ্যমে হলে ৯০ দিন পর ফিঙ্গার প্রিন্টের অর্ডার আসতে পারে। পুরো প্রক্রিয়ায় ছয় থেকে আট মাস সময় লাগতে পারে।
ইমিগ্রেশন সংক্রান্ত কাজগুলো অনলাইনে করার পরামর্শ দেন এ প্যারালিগাল। তিনি জানান, অনলাইনে পিডিএফ ফাইল করে বা স্ক্যান করে নথি জমা দেওয়া যায়। এটা কোনো ব্যক্তি নিজেও করতে পারেন আবার ইমিগ্রেশনের কাজ করে এমন অফিসে গিয়েও করিয়ে নিতে পারেন।