আমেরিকার টুরিষ্ট ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র
১। পাসপোটর্ (ভিসা এপ্লিকেশন থেকে ৬ মাস ভেলিডিটি থাকতে হবে)।
২ । পাসপোটের্র ১ সেট ফটোকপি।
৩। ১ সেট ভিসা এপ্লিকেশন ফরম (পূরণকৃত এবং আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত পাসপোটের্র স্বাক্ষরের সাথে মিলতে হবে)।
৪। ২ কপি কালার ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড ৫০ এম এম x ৫০ এম এম (২” x ২” ) সাইজের সানগ্লাস বা ক্যাপ ব্যবহার করা যাবে না।
৫। চাকরীজীবী হলে ছুটির ছাড়পত্র, জব লেটার অথবা বেতনের স্টেটমেন্ট।
৬। ব্যাবসায়ী হলে টেড্র লাইসেন্স এবং ব্যাবসার রিলেটেড ডকুমেন্টস।
৭। ব্যাংক স্টেটমেন্ট (১২ মাসের), ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকলে অরিজিনাল ও ফটোকপি।
৮। কনফার্ম রিটার্ন এয়ার টিকেট এবং হোটেল রিজার্ভেশন এর কপি।
৯। স্পাউসের পাসপোর্ট ও অন্যান্য আইডেন্টিফিকেশন।
অন্যান্য ডকুমেন্টস।
ক) ট্যুর গ্রোগ্রাম
খ) ভিজিটিং কার্ড
গ) ম্যারেজ সার্টিফিকেট
ঘ) জন্ম নিবন্ধন সার্টিফিকেট ছেলেমেয়ের
ঙ) প্রোপার্টির ডকুমেন্ট (বাড়ী, জায়গা বা গাড়ীর)
চ) ব্লু বুক এর ফটোকপি (যদি গাড়ী থাকে)
ছ) অন্য কোন আয়ের সোর্স থাকলে তার কাগজপত্র।
জ) এফডিআর বা অন্য কোন প্রকার সঞ্চয় থাকলে তার কাগজপত্র।
ভিসার জন্য নির্ধারিত ফি (নন রিফান্ডেবল) ভিসা প্রোসেসিং এর জন্য প্রয়োজনীয় খরচ।
১। ভিসা ফি- ১০৫৮০/- (VFS কে দিতে হবে)
২। সার্ভিস চার্জ ৭০০০/- (এজেন্ট কে দিতে হবে)
৩। অরিজিনাল হোটেল বুকিং ৫০০০/- (এজেন্ট কে দিতে হবে)
সর্বমোট ২২৫৮০/- (জন প্রতি)
2 জনের ভিসার জন্য এপ্লাই করলে হোটেল বুকিং এর জন্য অতিরিক্ত ১০০০/- টাকা দিতে হবে।
সাবমিশন প্লেসঃ VFS Symon Center Gulshan সাবমিশন টাইমঃ ৯ টা থেকে ৩ টা পর্যš Í(রবি থেকে বৃহঃ বার) ৯ টা থেকে ১ টা (শনিবার)
সাক্ষাৎকারঃ ইন্টারভিউর দিন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এ্যাম্বাসিতে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে।
এ্যামবাসির ঠিকানাঃ
এ্যামবাসি অব ইউ এসএ
মাদানি এ্যাভিনিউ বারিধারা ডিপলোমেটিক এক্লেভ, ঢাকা,
ফোনঃ ৮৮৫৫৫৫০০-২