1. [email protected] : চলো যাই : cholojaai.net
আমেরিকার টুরিষ্ট ভিসা
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্লাইট বদলের অপেক্ষাকে উপভোগ্য করে তুলুন চ্যাটজিপিটির পরামর্শে ফ্রান্সে স্থায়ী বসবাস মার্কিন নারীর দিচ্ছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ, আবেদন করবেন যেভাবে কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত কোনরকম পোশাক পরেন না এই গ্রামের বাসিন্দারা বস্টনে ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবাকে ঘিরে তীব্র বিতর্ক ও ক্ষোভ এবারও যুক্তরাষ্ট্রের ডিভি লটারির সুবিধা থেকে বঞ্চিত থাকছে বাংলাদেশ এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক ফিনল্যান্ড – যেখানে পড়াশোনা মানে শুধু ডিগ্রি নয়, এক অন্যরকম অভিজ্ঞতা নাছোড়বান্দা এক অভিবাসীর পাল্লায় পড়েছে যুক্তরাজ্য

আমেরিকার টুরিষ্ট ভিসা

  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

আমেরিকার টুরিষ্ট ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র

১। পাসপোটর্ (ভিসা এপ্লিকেশন থেকে ৬ মাস ভেলিডিটি থাকতে হবে)।

২ । পাসপোটের্র ১ সেট ফটোকপি।

৩। ১ সেট ভিসা এপ্লিকেশন ফরম (পূরণকৃত এবং আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত পাসপোটের্র স্বাক্ষরের সাথে মিলতে হবে)।

৪। ২ কপি কালার ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড ৫০ এম এম x ৫০ এম এম (২” x ২” ) সাইজের সানগ্লাস বা ক্যাপ ব্যবহার করা যাবে না।

৫। চাকরীজীবী হলে ছুটির ছাড়পত্র, জব লেটার অথবা বেতনের স্টেটমেন্ট।

৬। ব্যাবসায়ী হলে টেড্র লাইসেন্স এবং ব্যাবসার রিলেটেড ডকুমেন্টস।

৭। ব্যাংক স্টেটমেন্ট (১২ মাসের), ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকলে অরিজিনাল ও ফটোকপি।

৮। কনফার্ম রিটার্ন এয়ার টিকেট এবং হোটেল রিজার্ভেশন এর কপি।

৯। স্পাউসের পাসপোর্ট ও অন্যান্য আইডেন্টিফিকেশন।

 

অন্যান্য ডকুমেন্টস।

ক) ট্যুর গ্রোগ্রাম

খ) ভিজিটিং কার্ড

গ) ম্যারেজ সার্টিফিকেট

ঘ) জন্ম নিবন্ধন সার্টিফিকেট ছেলেমেয়ের

ঙ) প্রোপার্টির ডকুমেন্ট (বাড়ী, জায়গা বা গাড়ীর)

চ) ব্লু বুক এর ফটোকপি (যদি গাড়ী থাকে)

ছ) অন্য কোন আয়ের সোর্স থাকলে তার কাগজপত্র।

জ) এফডিআর বা অন্য কোন প্রকার সঞ্চয় থাকলে তার কাগজপত্র।

 

ভিসার জন্য নির্ধারিত ফি (নন রিফান্ডেবল) ভিসা প্রোসেসিং এর জন্য প্রয়োজনীয় খরচ।

 

১। ভিসা ফি- ১০৫৮০/- (VFS কে দিতে হবে)

২। সার্ভিস চার্জ ৭০০০/- (এজেন্ট কে দিতে হবে)

৩। অরিজিনাল হোটেল বুকিং ৫০০০/- (এজেন্ট কে দিতে হবে)

সর্বমোট ২২৫৮০/- (জন প্রতি)

2 জনের ভিসার জন্য এপ্লাই করলে হোটেল বুকিং এর জন্য অতিরিক্ত ১০০০/- টাকা দিতে হবে।

 

সাবমিশন প্লেসঃ VFS Symon Center Gulshan সাবমিশন টাইমঃ ৯ টা থেকে ৩ টা পর্যš Í(রবি থেকে বৃহঃ বার) ৯ টা থেকে ১ টা (শনিবার)

সাক্ষাৎকারঃ ইন্টারভিউর দিন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এ্যাম্বাসিতে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে।

 

এ্যামবাসির ঠিকানাঃ

এ্যামবাসি অব ইউ এসএ

মাদানি এ্যাভিনিউ বারিধারা ডিপলোমেটিক এক্লেভ, ঢাকা,

ফোনঃ ৮৮৫৫৫৫০০-২

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com