1. [email protected] : চলো যাই : cholojaai.net
আমেরিকার ইমিগ্রেশনের নতুন যেসব নিয়ম আপনাকে জানতে হবে
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:১২ অপরাহ্ন

আমেরিকার ইমিগ্রেশনের নতুন যেসব নিয়ম আপনাকে জানতে হবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

টিবিএন২৪-এর মাধ্যমে…আমাদের কাজ হচ্ছে দিকনির্দেশনা দেওয়া, কমিউনিটিকে এডুকেট করা, কমিউনিটিকে তথ্যে সমৃদ্ধ করা অ্যান্ড আলটিমেটলি গিভ দেম মেক দেয়ার ঔন ডিসিশনস। নিকনির্দেশনা দেওয়ার জন্যই আমরা বিভিন্ন সময় হাজির হই।’
অ্যামেরিকার অভিবাসন ব্যবস্থায় কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, যেগুলো জানতে হবে এ প্রক্রিয়া সংশ্লিষ্টদের। বিষয়টি নিয়ে টিবিএন অ্যানালাইসিসের সঞ্চালক শান্তু বিশ্বাসের প্রশ্নের উত্তর দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ মোহাম্মদ এন. মজুমদার।

টিবিএন: এই মুহূর্তে আসলে ইমিগ্রেশনে কী কী আপডেট আপনার কাছে রয়েছে, সেগুলো যদি একটু বলতেন।

মজুমদার: থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি অর অ্যালাউ মি টু সে ইন ফ্রন্ট অব দি অডিয়েন্স। সো আজকে এভাবেই শুরু করি। ইমিগ্রেশনের অ্যাসাইলাম প্রক্রিয়া, ফাইলিং এবং ফি নিয়ে প্রচুর পরিবর্তন এসেছে। যদিও অনেকে বলবেন, কেউ কেউ হয়তো জানেন, বাট মেজরিটি অব পিপল, লক্ষ লক্ষ আমাদের মানুষ অ্যাসাইলাম ফাইল করেছে, দীর্ঘদিন অপেক্ষা করছেন। অনেকের অ্যাসাইলাম ডিনাই হয়ে ডিপোর্ট (বিতাড়ন) হচ্ছে। অনেকের অ্যাসাইলাম ডিসমিস হয়ে যাচ্ছে। তারা অধীর আগ্রহে চেয়ে থাকে টিবিএন২৪ থেকে কী আপডেট পায়।

তাহলে আমি আপডেটগুলো বলি। প্রথম আপডেট হচ্ছে ইতোপূর্বে কোনো ফাইলিং ফি ছিল না। এ বছরের জুলাইয়ের ১৮ তারিখ থেকে ফি শুরু হয়েছে। এখন প্রত্যেকটি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে ১০০ ডলার ফি দিতে হবে।

সেকেন্ডলি, ফর হোল্ডিং দ্য কেইস, লাইক ইয়ার অর মোর। ইয়ারলি বেসিসে একটা ফি থাকবে মেনটেইন্যান্স ফি। সেটা হলো হান্ড্রেড ডলার পার ইয়ার।

থার্ড, ইতোপূর্বে পাঁচ বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হতো ফ্রি। বর্তমানে সেটা ৫৫০ ডলার ফি। অনেকে ফাইল করেছিলেন, কিন্তু সে অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়ে বাসায় আসতেছে, বিকজ ইতোমধ্যে ক্লিয়ার অফ করা হচ্ছে।

এর পরবর্তী আরেকটা ভেরি ভেরি ইম্পরট্যান্ট হচ্ছে আপনার অ্যাসাইলাম যদি ওয়েল প্রিপেয়ার্ড না হয়, ওয়েল ডকুমেন্টেড না হয়, ওয়েল এভিডেন্স না থাকে, সেখানে সামারিলি ডিসমিস একটা কথা, অর্থাৎ তাৎক্ষণিকভাবে ডিসমিস হয়ে যেতে পারে। সুতরাং বি এক্সট্রা কেয়ারফুল…ভালো ল ফার্মের মাধ্যমে, অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে অ্যাসাইলাম ফাইল করবেন।

এ ছাড়া যাদের অ্যাসাইলাম পেন্ডিং আছে এবং যারা ডেট এসে যাচ্ছে বা এসে যাবে, তাদের কিন্তু এখন থেকে প্রিকশন নিতে হবে কী কী এভিডেন্স আছে, কী কী সাক্ষ্য আছে, কী কী এক্সপার্ট উইটনেস, ভেরি ভেরি ইম্পরট্যান্ট।

কোনো ক্ষেত্রে দেখা যায় যে, আপনার ভালো এভিডেন্স নাই, আঘাতের চিহ্ন নাই অথবা ডাক্তারের ট্রিটমেন্ট নাই অথবা কোর্ট থেকে ডিসচার্জের কোনো কিছু নাই, সে ক্ষেত্রে সিম্পলি আপনার স্টেটমেন্টের ওপরে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হইতে পারে যদি সেখানে ওই পরিস্থিতিতে এক্সপার্ট উইটনেস থাকে। অর্থাৎ সামবডি ইন অ্যা পজিশন, যেমন যাদের বাংলাদেশে ল ডিগ্রি আছে অথবা এখানে ল ডিগ্রি আছে, এখানে ল প্র্যাকটিস করেছেন। খ্যাতনামা ব্যক্তি, একজন ডক্টরেট, একজন প্রফেসর, একজন সাংবাদিক, এ ধরনের ব্যক্তিরা আপনার পক্ষে এক্সপার্ট টেস্টিমনি দিতে পারে কোর্টে গিয়ে।

সেটাও বিবেচনায় আনবেন এবং একমাত্র ওই এক্সপার্ট টেস্টিমনির ভিত্তিতে আপনার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হইতে পারে।

এ ছাড়া আমি একটা সতর্কবাণী দিচ্ছি। সেটা হচ্ছে অনেকে সুদীর্ঘকাল এখানে থাকার পরে তাদের ছেলে-মেয়েরা বড় হইছে। ওই ছেলে-মেয়েদের মাধ্যমে আপনারা কী বেনিফিট পাইতে পারেন, সেটা দেখবেন।

যেমন: ধরেন আপনার কেইস আজকে হেয়ারিং হচ্ছে, কিন্তু আপনার ইউএস সিটিজেনটা, বাচ্চার বয়স ১৮ মাত্র, বাট ২১ বছর ছাড়া সে অ্যাপ্লাই করতে পারে না। সে ক্ষেত্রে কোনো মামলা স্থগিতাদেশ বা কিছুদিন স্টপ রাখার যাতে ডিসক্রেশন (বিবেচনাপ্রসূত ক্ষমতা) থাকে, প্রসিকিউশন ডিসক্রেশন থাকে, সেটা করা যায় কি না, সেটা খতিয়ে দেখবেন।

আরও একটি শান্তু ভাই যেটা বলেছেন, জুভেনাইল গার্ডিয়ানশিপ। সেটা হচ্ছে বর্তমানে আমাদের কমিউনিটি বড় হচ্ছে। অনেকের ডমিস্টিক ভায়োলেন্স ইস্যু থাকতে পারে, স্বামী-স্ত্রীর মিলের অভাব থাকতে পারে অথবা সিম্পলি আপনার ইনঅ্যাবিলিটি, অর্থাৎ আপনার ছেলে বা মেয়েকে কোনো একটা প্যারেন্ট, পিতা বা মাতা একজন যদি অ্যাবানডন করে। অ্যাবানডন শব্দের বাংলা অর্থ পরিত্যক্ত।

পরিত্যক্ত শব্দের আরও গভীরে গিয়ে বলি, যদি সে ভরণপোষণ দিতে অসমর্থ হয় অথবা নেগলিজেন্স করে থাকে, আর সেই পরিত্যক্ত ছেলেটিকে আরেকজন ইউএস সিটিজেন, ইভেন তার আত্মীয়ও ভরণপোষণের দায়িত্ব, অর্থাৎ জুভেনাইল গার্ডিয়ান হিসেবে স্ট্যান্ড করতে পারে এবং সেই প্রক্রিয়ায় সেই ছেলেটি গ্রিন কার্ড পেতে পারে। সেটাও খতিয়ে দেখতে হবে। কারণ জুভেনাইল গার্ডিয়ানশিপ একটা ভালো প্রসিডিউর। স্টেইট কোর্ট সেটা অ্যাপ্রুভ করে এবং ফেডারেল কোর্ট সিটিজেনশিপের বিষয়টা দেখে।

সুতরাং এটা আমি একটু আই ওপেনার হিসেবে কমিউনিটিকে, দিকনির্দেশনা হিসেবে এই কথাগুলা আমি দিচ্ছি। এ ছাড়া চাইল্ড স্ট্যাটাস প্রটেকশন অ্যাক্ট-সিএসপিএ ইতোপূর্বে কনস্যুলেট প্রসেসিংয়ে অ্যাপ্লাই করা হতো। বর্তমানে সেটা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাসে, কিছুটা, স্লাইটলি পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনের ফলে যারা যুক্তরাষ্ট্রে অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস করবেন, সেইটা রিফ্লেকশন হবে এবং এ বিষয়টা লিগ্যাল, কমপ্লিকেটেড ইস্যু। এগুলা আমি অন দ্য এয়ারে আলাপ করলে অনেকে সাধারণ পাবলিক সেটা বুঝবে না।

আপনাদের স্ব স্ব আইনজীবীর মাধ্যমে সিএসপিএতে কী কী বেনিফিট পাচ্ছেন, জুভেনাইল গার্ডিয়ানশিপ আপনাদের জন্য অ্যাপ্লিকেবল কি না, আপনাদের ক্যান্সেলেশন অব রিমুভাল, যেমন আপনি ডিপোর্ট হয়ে গেছেন, ১৫ বছর চালানোর পরে আপনার মামলাটা ডিপোর্ট, অর্থাৎ ইউ আর ইন ডিপোর্টেশন অথবা ডিপোর্ট হবেন, হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনি ক্যান্সেলেশন অব দ্য রিমুভাল আপনার জন্য অ্যাপ্লিকেবল কি না, আপনি করতে পারবেন কি না, সেটা আপনি স্ব স্ব পছন্দের আইনজীবীর মাধ্যমে খতিয়ে দেখতে পারেন।

সো টিবিএন২৪-এর মাধ্যমে…আমাদের কাজ হচ্ছে দিকনির্দেশনা দেওয়া, কমিউনিটিকে এডুকেট করা, কমিউনিটিকে তথ্যে সমৃদ্ধ করা অ্যান্ড আলটিমেটলি গিভ দেম মেক দেয়ার ঔন ডিসিশনস। নিকনির্দেশনা দেওয়ার জন্যই আমরা বিভিন্ন সময় হাজির হই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com