সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

আমেরিকায় তানভীরের উপস্থাপনায় ‘বৈশাখে বাঙালিয়ানায়’

  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

প্রতি বছরই বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বাঙালি কমিউনিটির উদ্যোগে বাংলা নববর্ষের উৎসব উদযাপিত হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাংলা নববর্ষ উপলক্ষ্যে এবার এটিভি ইউএসএ-তে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখে বাঙালিয়ানায়’। অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন তানভীর তারেক।

এ বিশেষ অনুষ্ঠানের অতিথি হিসাবে অংশ নিয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়, অভিনেত্রী শিরীন বকুল, নারী উদ্যোক্তা এশা রহমান ও সংবাদ ব্যক্তিত্ব সাদিয়া খন্দকার। সম্প্রতি নিউইয়র্কের এটিভি স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়।

এ অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘এবারের বাংলা নববর্ষ আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ। কারণ এ বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ দিবস’ উদযাপনের প্রস্তাব পাস হয়েছে। সিনেটর লুইস সেপুলভেদার উত্থাপন করেন এ প্রস্তাবটি। প্রস্তাবনাটি নিউইয়র্ক সিনেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমি মনে করি, বাঙালি সংস্কৃতির উৎকর্ষের জায়গায় এ খবরটি বিরাট গৌরবের একটি অধ্যায় হয়ে থাকবে।’

অনুষ্ঠানে কণ্ঠশিল্পী অণিমা রায়ের কণ্ঠে দুটি গান রয়েছে। এ ছাড়া শিরীন বকুল ও সাদিয়া খন্দকার নিজেদের কাজের পহেলা বৈশাখের অভিজ্ঞতার পাশাপাশি দুটি আবৃত্তিও শুনিয়েছেন।

আয়োজন প্রসঙ্গে নারী উদ্যোক্তা আশা গ্রুপের কর্ণধার এশা রহমান বলেন, ‘এখন দেশের চেয়ে বিদেশের মাটিতে দীর্ঘদিন ধরে নববর্ষ উদযাপন হয়। মাসজুড়ে প্রায় অর্ধশত অনুষ্ঠান চলতে থাকে। আমি মনে করি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে একই সুরে বাঁধতে পারার শক্তিই আমাদের নববর্ষের মূল প্রতিপাদ্য।’

‘বৈশাখে বাঙালিয়ানায়’ অনুষ্ঠানটি শেষ হয় সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটির মাধ্যমে। অনুষ্ঠানটি এটিভি ইউএসএতে ১৪ এপ্রিল নিউইয়র্ক সময় রাত ৯টায় প্রচার হবে। পরবর্তী সময়ে এটিভি ইউএসএর সব ডিজিটাল প্লাটফর্মে অবমুক্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com