আপনি কি জানেন জাপান ভিসা কোনও ফী নেই ?
আর ভিসা পাওয়া যায় ৭/১০ ওয়ার্কিং ডেজ এর মধ্যে .১৯০০ টাকা যে কোনও এজেন্সী কে দিলে ভিসা অ্যাপয়েনমেন্ট নিয়ে ভিসা করে দিবে যদি আপনার সব পেপার ঠিক থাকে
আমার মনে হয় সবার একবার হলেও জাপান যাওয়া উচিত..এই দেশের মানুষের মতো হেল্পফুল আমি কোনও দেশেই আমি দেখিনি ..ধরেন আপনি রাস্তা চিনছেন না ,আর কাওকে জিজ্ঞেস করলেন সে তো আপ্রাণ চেষ্টা করবে সাথে আসে পাশের মানুষ এগিয়ে এসে আপনাকে সঠিক জায়গায় না পৌছানো পর্যন্ত তারা হার মানবে না
আমি জিজ্ঞেস করেছি কারণ সিম ছিলো না গুগল করতে পারিনি কিছু জায়গায় এয়ারপোর্ট হেল্প চাইলে এ পুলিশ আপনাকে সঠিক জায়গায় সাথে নিয়ে পৌঁছে দিবে
জাপান আমি ৪ দিন ছিলাম কোনও মোবাইল সিম ছাড়াই এদের ওয়াইফাই সার্ভিস সব জায়গা তেই এত স্ট্রং ..আর কিছুদুর পর পর রেল স্টেশন যেখানে আপনি ফ্রি ওয়াইফাই পাবেন আসে পাশের অনেক জায়গা জুড়ে
জাপানে হোটেল ভাড়া একদম কম কিন্তু ভুল করেও ট্যাক্সি অথবা গ্র্যাব এ যাবেন না তাহলে ফকির হয়ে যাবেন ..যেখানেই যাবেন ট্রেন এ যাওয়ার চেষ্টা করবেন ..আমি ৪ দিন ট্যাক্সি ভারা দিতে গিয়ে অবস্থা শেষ হয়ে গেছে
জাপানের খাবার অনেক মজা আর রাস্তায় আপনি অ্যাভেলেবেল ইন্ডিয়ান ফুড রেষ্টুরেন্ট পাবেন ..আর ডলার নিয়ে গেলে মানি এক্সচেঞ্জ ছাড়াই বুথ এ মানি চেঞ্জ করতে পারবেন ..এটা শপ গুলোতে থাকে .গুগল করলেই শপ পাবেন আর ওদের গুগল লোকেশন একদম পারফেক্ট ..আর জাপানিজ স্কিন কেয়ার থেকে যে কোনও জিনিস বেস দাম কিন্তু একদম ওয়ার্ল্ড এর সেরা প্রডাক্টস ওখানেই পাবেন
জাপান এমন দেশ যেকেউ একা একা অনায়াসে ঘুড়তে পারবে এত নিরাপদ ,আর মনে হয় নিজের দেশের মতো সবাই পরিচিত ,সব মানুষের মুখে এত হাসি সব সময়
আমি বারবার যেতে চাই জাপান কারণ প্রকৃতি এত সুন্দর আর শহর এতো ক্লিন বলার মতো না
Like this:
Like Loading...