বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
Uncategorized

আমিয়াখুম

  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত অনিন্দ সুন্দর জলপ্রপাত এই আমিয়াখুম। পাহাড়ের বুক চিরে স্বাচ্ছ পানির ধারা যেন ছুটে চলেছে অবিরাম গতিতে। বনের নিস্তবদ্ধতায় পানির কলকল শব্দ আপনাকে দরুনভাবে আনন্দ দেবে। এছাড়া আরো কিছু ঝর্ণা আছে আশেপাশে। তার মধ্যে বাকলাই ঝর্ণা, জাদিপাই ঝর্ণা, জমজ ঝর্ণা, চিংড়ি ঝর্ণা, ঝুরঝুরি ঝর্ণা উল্লেখযোগ্য। এছাড়া বান্দারবনের নাইক্ষ্যংছড়ি উপজেলায় উপবন লেকে যেতে পারেন। এই লেকে রয়েছে দীর্ঘ ঝুলন্ত সেতু। নীরব নিস্তব্দ প্রকৃতি আর পাখি আপনার প্রাণ জুড়িয়ে যাবে।

বান্দরবানের লামা উপজেলা শহর থেকে ৭ কিঃমিঃ দূরে নিরিঙ্গা পাহাড়। এটি একটি পর্যটন কেন্দ্র। সমুদ্র পৃষ্ঠ থেকে ১৫০০ ফুট উচু। অনুকূল আবহাওয়া এই কমপ্লেক্স থেকে উচ্চতম দ্বীপ দেখা যায়। আন্দারমানিক আর একটি নৈসর্গিক সৌন্দর্যের স্থান। বাংলাদেশ যে এত সুন্দর তা বান্দরবান না আসলে কখনো অনুভব করতে পারবেন না।

এখানে বিভিন্ন মানের হোটেল রয়েছে। সারা বছরই এখানে পর্যটকদের ভীড় লেগে থাকে। তাই আগে থেকেই বুকিং করে গেলে ভাল হয়। বিভিন্ন ট্যুর অপারেটর বান্দরবানে ২ রাত ৩দিনের প্যাকেজ পরিচালনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com