শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

আমিরাতে একের পর এক চমক

  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

স্মার্ট যোগাযোগ, টেকসই পরিবহন ও ট্রাফিক কমানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আকাশপথে এয়ার ট্যাক্সি ও কার্গো ড্রোনের জন্য নতুন করিডোর নির্ধারণ করছে।

দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, আগামী ২০ মাসের মধ্যে নতুন যান ব্যবহারের আকাশপথ নির্ধারণ ও এ-সংক্রান্ত নিয়মাবলি চূড়ান্ত হবে। এর মাধ্যমে হালনাগাদ আকাশ পরিষেবা আরব আমিরাতের যোগাযোগ ও পণ্য সরবরাহে সংযুক্ত হবে।

জিসিএএর মহাপরিচালক সাইফ আল সুয়াইদি বলেন, ‘নতুন আকাশপথ নির্ধারণের মাধ্যমে মনুষ্যচালিত ও চালকবিহীন এয়ার ট্যাক্সি ও ড্রোনের একই সঙ্গে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে, যা আরব আমিরাতের পরিকাঠামোয় উন্নত আকাশ চলাচল ব্যবস্থা গড়ে তুলবে।’ দেশটির অন্যতম শহর দুবাই এরই মধ্যে জোবি এভিয়েশনের সঙ্গে স্থানীয় বিমানবন্দর থেকে পাম জুমেইরাহসহ বিভিন্ন এলাকার ভার্টিপোর্টে এয়ার ট্যাক্সি চালুর চুক্তি করেছে।

অন্যদিকে ২০২৬ সাল থেকে আবুধাবিতে আর্চার এভিয়েশন বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে বিদ্যুচ্চালিত এয়ার ট্যাক্সি চালু করবে। জিসিএএ প্রযুক্তিপ্রতিষ্ঠান টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট ও এস্পায়ারের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করছে। প্রতিষ্ঠান দুটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা তৈরি করবে। এ প্রযুক্তি নিরাপদ ফ্লাইট পরিচালনা, রুট অপটিমাইজেশন ও অন্য যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে ব্যবহার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com