1. [email protected] : চলো যাই : cholojaai.net
আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা দেয় ৬টি দেশ
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা দেয় ৬টি দেশ

  • আপডেট সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে গিয়েই অনেকের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভিসা প্রক্রিয়ার জটিলতা। কখনো দীর্ঘ সময়, আবার কখনো অতিরিক্ত কাগজপত্রের ঝামেলা, যা ভ্রমণের আনন্দ ম্লান করে দেয়। তবে আশার কথা হলো—বর্তমানে কিছু দেশ রয়েছে যারা খুব অল্প সময়ের মধ্যেই ই-ভিসা বা ETA (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন) প্রদান করছে।

চলুন জেনে নিই এমন ৬টি দেশের নাম, যারা মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আপনার হাতে তুলে দিতে পারে ভিসা।

১. তাজিকিস্তান – মাত্র ১ ঘণ্টায় ভিসা

তাজিকিস্তান বিশ্বের দ্রুততম ই-ভিসা প্রক্রিয়ার একটি উদাহরণ। অনলাইনে আবেদন করার পর মাত্র ১ ঘণ্টার মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে ভিসা হাতে পাওয়া যায়। এটি পর্যটক এবং ব্যবসায়িক উভয় ধরনের ভ্রমণের জন্যই প্রযোজ্য।

২. আজারবাইজান – ৩ ঘণ্টার মধ্যে অনুমোদন

আজারবাইজানের ‘ASAN Visa সিস্টেম অসাধারণ দ্রুততার সঙ্গে কাজ করে। মাত্র ৩ ঘণ্টার মধ্যে আবেদনকারীরা ভিসা পেয়ে যান। সহজ ও ব্যবহারবান্ধব এই অনলাইন প্ল্যাটফর্মে খুব কম ডকুমেন্ট চাওয়া হয়।

৩. শ্রীলঙ্কা – ETA-র মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা

শ্রীলঙ্কার ETA ব্যবস্থা ভিসা প্রক্রিয়াকে করে তুলেছে ঝামেলামুক্ত। আবেদন জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে ভিসা অনুমোদন পাওয়া যায়। পর্যটকদের জন্য এটি দারুণ সুবিধাজনক।

৪. পাকিস্তান – ই-ভিসা মাত্র এক দিনের মধ্যে

পাকিস্তান সরকারের নতুন ই-ভিসা ব্যবস্থায় এখন ভিসা পাওয়া যায় মাত্র এক দিনেই। আবেদনকারীরা ৯০ দিন পর্যন্ত পাকিস্তানে অবস্থান করতে পারেন, যা পর্যটকদের জন্য যথেষ্ট সময়।

৫. তুরস্ক – দ্রুততম ই-ভিসা প্রক্রিয়া

তুরস্কের জনপ্রিয় শহর ইস্তাম্বুল বা রিসোর্ট শহর আনতালিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে জেনে রাখুন, তাদের ই-ভিসা পেতে সময় লাগে সাধারণত ২৪ ঘণ্টারও কম। আবেদন প্রক্রিয়াও বেশ সহজ।

৬. থাইল্যান্ড – eVOA পদ্ধতিতে ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন

থাইল্যান্ডের eVOA (ইলেকট্রনিক ভিসা অন অ্যারাইভাল) ব্যবস্থা এখন অনেক সহজ। আবেদন করার পর মাত্র এক দিনের মধ্যে অনুমোদন পাওয়া যায়, যা ১৫ দিনের ভ্রমণের জন্য বৈধ।

ভিসা সহজ, ভ্রমণ নিশ্চিত

ভ্রমণ এখন অনেক সহজ হয়েছে এই ৬টি দেশের কারণে। কয়েক ঘণ্টার মধ্যেই ভিসা হাতে পেয়ে আপনি নিশ্চিন্তে গুছিয়ে নিতে পারেন ভ্রমণের ব্যাগ। ই-ভিসা প্রক্রিয়া যেমন ঝামেলাহীন, তেমনি সময় বাঁচায় অনেকটাই।

বিশ্ব ভ্রমণের স্বপ্ন পূরণে এখন আর অপেক্ষা নয়—বেছে নিন দ্রুত ভিসা দেওয়া দেশ, আর তৈরি হয়ে যান নতুন অভিজ্ঞতার জন্য!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com