মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভ্রমণকারীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। আকাশসীমা বন্ধ থাকায় ফ্লাইট বিলম্ব ও বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আবুধাবি বিমানবন্দরে (AUH) রবিবার ১৫ জুন ও সোমবার ১৬ জুন পর্যন্ত বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেন।
জানা গেছে, পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার আশঙ্কার কারণে আঞ্চলিক আকাশসীমা আংশিক বন্ধ রয়েছে। এ কারণে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
ইতিমধ্যে এমিরেটস, ইতিহাদ, ফ্লাইদুবাই, উইজ এয়ার আবুধাবি ও এয়ার এরাবিয়ার মতো এয়ারলাইন্সগুলো বেশ কিছু ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
ইতিহাদ এয়ারওয়েজ ১৬ জুন পর্যন্ত আবুধাবি-তেল আবিব রুটের সব ফ্লাইট বাতিল করেছে। আম্মান ও বৈরুতগামী ফ্লাইট ১৫ জুন থেকে সীমিতভাবে পুনরায় চালু হতে পারে, তবে শুধুমাত্র পূর্ববর্তী বুকিংধারীদের জন্য নির্ধারিত নতুন সময়সূচি অনুসারে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে চলাচলকারী আরও কিছু ফ্লাইটেও পরিবর্তন আনা হয়েছে।
এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবুধাবি হয়ে ভ্রমণকারীদের যদি তাদের গন্তব্যে পৌঁছাতে অসুবিধা হয়, তাহলে তারা মূল যাত্রা শুরুর স্থান থেকেই গ্রহণ করা হবে না। তাই যাত্রীদেরকে অনুরোধ করা হয়েছে www.etihad.com ওয়েবসাইট বা +971 600 555 666 নম্বরে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে।
এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও (MoFA) একটি আলাদা ভ্রমণ সতর্কতা জারি করেছে। তাতে দেশটির নাগরিক, বাসিন্দা এবং পর্যটকদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে।