নেপালের মানাঙ্গ জেলার তিলিচো হ্রদ হল বিশ্বের উচ্চতম হ্রদ। এটাই এতদিন পড়েছে স্কুল পড়ুয়া থেকে সব বয়সের মানুষ। কুইজের প্রশ্নের উত্তরও ছিল এটাই। কিন্তু সেই রেকর্ড এবার তিলিচো-এর হাত থেকে কেড়ে নিতে চলেছে নতুন আবিষ্কার হওয়া একটি হ্রদ।
হিমালয়ের বরফ গলা জলে তৈরি এই নয়া হ্রদটিও মানাঙ্গ জেলাতেই অবস্থিত। সমতল থেকে ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত হ্রদটি। এটির খোঁজ মিলেছে মানাঙ্গ জেলার সদর শহর চাম-এর সিগরখারকা-তে।
১ হাজার ৫০০ মিটার লম্বা ও ৬০০ মিটার চওড়া হ্রদটির টলটলে জল পর্যন্ত পৌঁছনো নেহাত সহজ কাজ নয়। দুর্গম এলাকায় অবস্থিত হ্রদটিতে পৌঁছতে ১৮ ঘণ্টার কঠিন ট্রেক করতে হবে।