সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

আবিষ্কার হল বিশ্বের উচ্চতম হ্রদ

  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

উচ্চতা ৫ হাজার ২০০ মিটার। ১৫০০ মিটার লম্বা ও ৬০০ মিটার চওড়া হ্রদটির টলটলে জল পর্যন্ত পৌঁছনো সহজ কাজ নয়। পৌঁছতে ১৮ ঘণ্টার ট্রেক করতে হবে।

নেপালের মানাঙ্গ জেলার তিলিচো হ্রদ হল বিশ্বের উচ্চতম হ্রদ। এটাই এতদিন পড়েছে স্কুল পড়ুয়া থেকে সব বয়সের মানুষ। কুইজের প্রশ্নের উত্তরও ছিল এটাই। কিন্তু সেই রেকর্ড এবার তিলিচো-এর হাত থেকে কেড়ে নিতে চলেছে নতুন আবিষ্কার হওয়া একটি হ্রদ।

হিমালয়ের বরফ গলা জলে তৈরি এই নয়া হ্রদটিও মানাঙ্গ জেলাতেই অবস্থিত। সমতল থেকে ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত হ্রদটি। এটির খোঁজ মিলেছে মানাঙ্গ জেলার সদর শহর চাম-এর সিগরখারকা-তে।

১ হাজার ৫০০ মিটার লম্বা ও ৬০০ মিটার চওড়া হ্রদটির টলটলে জল পর্যন্ত পৌঁছনো নেহাত সহজ কাজ নয়। দুর্গম এলাকায় অবস্থিত হ্রদটিতে পৌঁছতে ১৮ ঘণ্টার কঠিন ট্রেক করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com