আমার কাছে বেড়াতে যাওয়ার মানে একটা স্বপ্ন পুরোনের দিন
আন্দামান আমাদের কাছে সত্যি স্বপ্নের মতো এক জায়গা । আপনিও যদি একবার হলেও আন্দামান যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে এই পোস্ট শুধুমাত্র আপনার জন্য
–
প্রথমে জেনে নিন কিভাবে যাবেন ?
– দেখুন জাহাজে কোলকাতা থেকে যাওয়া যায়। কিন্তু আমি নিজে কখনো যায়নি এই জাহাজে ।। তবে শুনেছি সময় ও খরচা সাপেক্ষ । আমি সাজেস্ট করবো বিমানে যাওয়া সব থেকে ভালো। বিমানে সময় কম লাগে মাত্র ২ ঘণ্টায় পৌঁছে যাওয়া যায় কোলকাতা থেকে আন্দামান । বিমান ভাড়া পরে আপ ডাউন সহ আনুমানিক ১৩০০০ থেকে ১৮০০০ এর মধ্যে ।
– আমার মতে সারাবছর যাওয়া যেতে পারে তবে বেস্ট হোলো অক্টোবর থেকে মার্চ ।
– দেখুন মার্কেটে থাকতে চাইলে এবারডিন বাজারের কাছে অনেক হোটেল অপশন পাবেন আপনার বাজেট অনুযায়ী। তবে সমুদ্রর সাইডে হোটেল রুম নিতে গেলে হোটেল গুলো একটু ছড়িয়ে ছিটিয়ে আছে । বাজেট মোটামুটি ৮০০ থেকে ৫০০০ এর মধ্যে স্ট্যান্ডার্ড ও ডিলাক্স হোটেল পেয়ে যাবেন । হোটেল অবশ্যই পারলে MAP Meal Plan (Brekfast & Dinner) সহ বুকিং করুন ।
– যদি ইউটিউব দেখে যান অনেক কম খরচে নিজে আইডিয়া করে ঘুরতে পারবেন । তবে যেই ব্যপার গুলো জেনে যাবেন সেগুলো হোলো অবশ্যই যদি প্রাইভেট কোম্পানির ক্রুজে বেড়াতে চান অবশ্যই অনলাইনে আগে থেকে বুক করে যান, আর আপনার ভ্রমণ প্লান সেই হিসাবে মেন্টেন করে সাজিয়ে ফেলুন ।
– দেখুন সত্যি কথা বলতে বেক্টিগত মতামত থেকে বলছি খরচ ডিপেন্ড করছে আপনি কি রকম লাইফ স্টাইল পছন্দ করেন তার ওপর । তবে বেসিক আইডিয়া দিয়ে রাখছি – যদি একটু বাজেটে চলতে চান এবং বেশির ভাগ ল্যান্ডের সাইটস্যিং গুলো যদি অটো ব্যাবহার করেন, এবং যদি প্রাইভেট কোম্পানির ক্রুজ বাদে গভমেন্ট এর ক্রুজ ব্যাবহার করেন , আমার আইডিয়া ৬ রাত ৭ দিনের ট্যুর ১০-১২ হাজার টাকার মধ্যে হেসে খেলে কমপ্লিট হয়ে যাবে, যদি আপনি নিজে যান আপনার মত করে। তবে কিছু ভ্রমণ মূলক পোস্ট ও বই পরে যান বা ইউটিউব দেখে যান সুবিধা হবে ।
আমরা কি সাহায্য করতে পারি –
– দেখুন হেডেক ছাড়া হ্যাসেল ফ্রি এক্সপেরিয়েন্স যদি চান সেক্ষেত্রে আমি বা আমার কোম্পানি আপনাদের সাহায্য করতে পারে ।
কারা আমাদের সাথে প্যাকেজে যাবেন ? – তারাই যাবেন যারা ভাবেন স্বপ্ন পূরণ করতে আন্দামান যাচ্ছি সমস্ত হেডেক Spectrum Tour-Travels এর ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে প্রকিতির কোলে সেজে ওঠা আন্দামানের বীচের ধারে নিজের মানুষটাকে নিয়ে সময় কাটাবো । না থাকবে এয়ারপোর্টে নেমে অটো ধরবো না বাস ধরবোর হেডেক না থাকবে কোন ক্রুজে কোন সময় যাবো তার টেনশন ।
আমরা কোনও কম বাজেটে কষ্টকর আন্দামান প্যাকেজ করিনা, AC Hotel, AC Private Cruise, AC Sightseeing Car দিয়ে ভালো প্যাকেজ করিয়ে থাকি যাতে বাইরে বেড়াতে গিয়ে আপনার কোনো সমস্যা না হয় শুধুমাত্র আপনার কথা ভেবে এই প্যাকেজ বানানো –
আসুন জেনে নি ট্যুর প্লান আমাদের মতে –
–
– প্রথম দিন – অবশ্যই সকালের দিকের বিমানে পৌঁছান পোর্ট ব্লেয়ার যার বর্তমান নাম হোলো শ্রী বিজয়াপুরম। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট এ আমাদের প্রতিনিধি আপনাদের অভ্যর্থনা জানিয়ে হোটেলে নিয়ে যাবে। হোটেলে কিছুক্ষন বিশ্রাম নিয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পরুন সেলুলার জেল দেখতে , সেলুলার জেল দেখা হয়ে গেলে আমাদের গাড়িতে চলে আসুন কারবিন কোভ বিচ। কারবিন কোভ বিচ এ বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আমরা ফিরে যাবো সেলুলার জেল এ লাইট এন্ড সাউন্ড লেসার শো দেখতে , তারপর হোটেল ফিরে এসে ডিনার সেরে নিন ও একটু তাড়াতাড়ি শুয়ে পড়ুন । আজকের জন্য এই টুকুই কারন কাল ভোর ৫ টায় আমাদের ক্রুজ থাকবে হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে । আজ রাতিবাস – Tamarind Tree Hotel / Similar
– দ্বিতীয় দিন – আজ বেড়িয়ে পড়ুন হ্যাভলক আইল্যান্ড এর উদ্দেশ্যে , সকাল সকাল পোর্ট ব্লেয়ার এর হোটেল থেকে প্যাকেট ব্রেকফাস্ট নিয়ে পৌঁছে যান হ্যাডো জেটি তে সকাল ৬ টার প্রাইভেট cruise এ করে পৌঁছে যান হাভেলক আইল্যান্ড এ অর্থাৎ স্বরাজ দ্বীপে। স্বরাজ দ্বীপ পৌঁছে গাড়িতে করে লাগেজ হোটেলে রেখে বেড়িয়ে পড়ুন কালাপাথার বীচের উদ্দেশ্যে। কিছুক্ষণ বীচের সামনে কাটিয়ে ফিরে আসুন হোটেলে। হোটেলে ফিরে সেরে নিতে পারেন লাঞ্চ । লাঞ্চের পর বেড়িয়ে পড়ুন রাধানগর বীচ সূর্যাস্ত দেখার জন্য । চাইলে এই বীচে আপনি স্নান ও করতে পারেন , খুবিই ক্লিন ওয়াটার । সূর্যাস্ত দেখার পর ফিরে আসুন হোটেলে । কিছুক্ষণ কাটান হোটেল বা রিসোর্ট লাগোয়া সমুদ্রের পারে । তারপর রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন । রাত্রিবাস – Shangrilas Beach Resort / Similar
– তৃতীয় দিন – আজ ব্রেকফাস্ট সেরে বেড়িয়ে পড়তে পারেন Eliphant Beach এ । এখানে বিভিন্ন ওয়াটার এক্টিভিটি করতে পারেন ।। হ্যাভলক অর্থাৎ স্বরাজ দ্বীপে স্কুবা ড্রাইভ খুব ভালো হয় , খরচ ধরে রাখুন মাথা পিছু প্রায় ৩৫০০ থেকে ৫৫০০ টাকার মধ্যে । দুপুরে হ্যাভলক জেটির সামনে ক্রুজ ধরে আজ চলে আসুন শহীদ দ্বীপ অর্থাৎ নীল আইল্যান্ড এক দুর্দান্ত জাইগা ।নীল আইল্যান্ডের জেটির পারকিং এই আপনার জন্য আমাদের গাড়ির ড্রাইভার দাদা অপেক্ষা করবে ।গাড়িতে করে পৌঁছে যান হোটেলে । আজ নীলে এসে একটু ফ্রেশ হয়ে ঘুরে নিতে পারেন লক্ষণপুর ২ বীচে , এখানে সূর্যাস্ত দেখে ফিরে আসুন হোটেলে । রাত্রিবাস নীল আইল্যান্ড বা স্বহিদ দ্বীপ । রাত্রিবাস – Save Green Resort / Similar
– চতুর্থ দিন – আজ সকালে বেড়িয়ে পড়তে পারেন ভরতপুর বীচে , বিশ্বাস করুন কখন যে অনায়াসে ৩-৪ ঘণ্টা সমুদ্রের ধারে বসে কেটে যাবে কোনও টের পাবেন না ।হোটেলে ১২- ১ টার দিকে এসে ফ্রেশ হয়ে দুপুর ৩ টার দিকে বেড়িয়ে পড়ুন
ন্যাচারাল ব্রিজ পরিদর্শন করতে । ও হ্যাঁ বলে রাখি এখানে আপনি চাইলে লোকাল গাইড নিতে পারেন এক্সট্রা কিছু টাকার বিনিময়ে । এরপর আবার চাইলে লক্ষণপুর ২ বীচে , সূর্যাস্ত দেখে ফিরতে পারেন হোটেলে। রাত্রিবাস – Save Green Resort / Similar
– পঞ্চম দিন – আজ ব্রেকফাস্টের পর সকালের দিকে ক্রুজে ফিরে আসুন পোর্ট ব্লেয়ার। ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে বেড়িয়ে পড়ুন চিড়িয়া টাপু তে সূর্যাস্ত দেখতে । কিছুক্ষণ কাটিয়ে আবার ফিরে আসুন হোটেলে । রাত্রিবাস – Tamarind Tree Hotel / Similar
– ষষ্ঠ দিন – আজ দিনটা জারওয়া দেখার জন্য বারাটাং দ্বীপ এর উদ্দেশে রওনা দিতে পারেন ,পুরো রাস্তাটাই গ্রীষ্মমন্ডলীয় বন এবং একটি কাফেলার জারওয়া ট্রাইবাল রিজার্ভের মধ্য দিয়ে।জারওয়া রিজার্ভের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রায়শই আপনি জারওয়া ট্রাইবাল কোনও সদস্যকে দেখতে পাবেন।. এই বন যাত্রা শেষে আপনি বারাটাং জেটিতে পৌঁছে যাবেন।সমুদ্র উপসাগর পার হওয়ার জন্য লঞ্চ পরিষেবা উপলব্ধ।আকর্ষণীয় ম্যানগ্রোভ ড্রাইভের মাধ্যমে শ্বাসরুদ্ধকর ফাইবার বোট যাত্রা উপভোগ করুন, যা লাইম স্টোন কেভ এ ট্রেকের জন্য নিয়ে যায়।লাইম স্টোন কেভ এ পৌঁছানোর জন্য ঘন বনের মধ্য দিয়ে ট্রেক করুন।. খনিজ ক্যালসাইট (ক্যালসিয়াম কার্বনেট) দিয়ে তৈরি গুহায় সুন্দর গুহা গঠন রয়েছে।ভ্ৰমণ শেষে আমাদের প্রতিনিধি আপনাদের নিজ হোটেল এ ফিরিয়ে নিয়ে আসবে। রাত্রিবাস – Tamarind Tree Hotel / Similar
– সপ্তম দিন – আজ ব্রেকফাস্টের পর মন খারাপের ডালি আর অনেক আন্দামান ভ্রমণের স্মৃতি নিয়ে সকালের দিকের ফ্লাইটে ব্যাক করুন কোলকাতা ।। এই যে একটা স্বপ্ন পূরণ হোলো যা আপনি কখনোই ভুলতে পারেন না ।
১। আন্দামান যেতে কোনো পাসপোর্টের দরকার পরেনা , এটি ভারতের একটি অঙ্গরাজ্য আপনার আঁধার বা ভোটার কার্ড নিয়ে গেলেই হোলো।
২। আপনি চাইলে নীলে এক রাত থেকে বাকি ১ রাত পোর্ট ব্লেয়ারেই কাটাতে পারেন যদি রস আইল্যান্ড আর নর্থ বে করতে চান ।। তবে আমার ব্যেক্তিগত মতামত এই দুটো আইল্যান্ড ট্রিপে না থাকলে বিশেষ কিছু মিস হবেনা ।। সেরকম কিছু ভালো লাগবেনা এখানে ্, তবে যদি এক্টিভিটি করতে চান অবশ্যই যেতে পারেন ।
৩। আন্দামানে বেশিরভাগ হোটেলের চেক ইন টাইম ১২ টা কিন্তু চেক আউট টাইম সকাল ৮:৩০ এ ।। আমরা কিন্তু হোটেল পলিসির ওপর নির্ভরশীল ।
৪। লাইম স্টোন কেভ Boat ফি আপ্প্রক্স 1000 টাকা জনপ্রতি লাগে
৫। পোর্ট ব্লেয়ার ছাড়া বাকি সব জায়গায় আপাততঃ Jio/Vodafone না থাকার মতই। ভালো connection একমাত্র BSNL. Airtel কিছু কিছু জায়গায় থাকে, তবে বেশিরভাগ জায়গায় BSNL ভরসা । হোটেলে Wi-Fi connection সব জায়গায় থাকে কিন্তু speed খুব কম ।
৬। ক্যাশ ক্যারি করবেন কারন UPI খুব প্রব্লেম করে ।
৭। প্রচুর গরম থাকে বেশিরভাগ ভাগ সময় এই জায়গা ্ টাই অনুগ্রহ করে ছাতা ও সান্সক্রিম ব্যাবহার করবেন ।
৮। প্রতি পয়েন্টে গাড়ি জেটির পারকিং এ থাকে ।। তায় ক্রুজ থেকে নামার পর একটু কষ্ট করে হাঁটতে হতে পারে এই রোদে ।
৯। আন্দামানে খাবার দাবার খুবিই কস্টলি ্ তায় পারলে শুকনো খাবার ক্যারি করতে পারেন ।
১০। বারাটাং যাওয়ার দিন ভোর বেলা ৩ টার সময় যদি বেরোতে পারেন সবথেকে ভালো সময় হবে ওটা ওই দিনের জন্য ।।
আমরা আপনাকে কি কি সার্ভিস দিতে পারবো –
১: ডাবল এবং ট্রিপল শেয়ারিং ভিত্তিতে পোর্ট ব্লেয়ার, হ্যাভলক, নীল হোটেলগুলিতে থাকার ব্যবস্থা।
২: সমস্ত দ্বীপে সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখতে প্রাইভেট এসি গাড়ি ।
৩: বিমানবন্দর পিকআপ এবং ড্রপ সহ সমস্ত স্থানান্তর সহ পুরো দিনের ট্যুর এর জন্য প্রাইভেট এসি গাড়ি।
৪: সমস্ত প্রবেশের টিকিট,প্রাইভেট ফেরি টিকিট(যেমন পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক,হ্যাভলক থেকে নীল এবং নীল থেকে পোর্ট ব্লেয়ার)(Makruzz, Green Ocean,Nautika) এবং পারমিট চার্জ।
৫: আপনার পছন্দ অনুযায়ী ফুড প্লান।
৬: সমস্ত বড় এন্ট্রি ও প্রস্থান পয়েন্টগুলিতে ফিল্ড এক্সিকিউটিভ দ্বারা ভ্রমণ সহায়তা (বিমানবন্দর / জেটি / জেল / জল ক্রীড়া কমপ্লেক্স, হ্যাভলক / নীল ইত্যাদি)।
Note : আপনি চাইলে নীলে এক রাত থেকে বাকি ১ রাত পোর্ট ব্লেয়ারেই কাটাতে পারেন যদি রস আইল্যান্ড আর নর্থ বে করতে চান ।। তবে আমার ব্যেক্তিগত মতামত এই দুটো আইল্যান্ড ট্রিপে না থাকলে বিশেষ কিছু মিস হবেনা ।। তবে যদি এক্টিভিটি করতে চান অবশ্যই যেতে পারেন ।
Like this:
Like Loading...