বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ফ্লাইটে ১০ শতাংশ ছাড় দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩

আন্তর্জাতিক রুটের ফ্লাইটের টিকিটের মূল্যে ১০ শতাংশ ছাড় দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রীদের বেস ফেয়ারের (মূল ভাড়া) ওপর এই ছাড় দেওয়া হবে। 

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, আগামী ১৮ মে (বৃহস্পতিবার) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩’ উপলক্ষ্যে এই ছাড় দিয়েছে তারা। ছাড় চলবে মেলা চলাকালীন ১৮ থেকে ২০ মে পর্যন্ত। আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটের টিকিটেও ১৫ শতাংশ ছাড় দিয়েছে ইউএস-বাংলা।

বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা।

বৃহস্পতিবার ঢাকা ট্রাভেল মার্টের ১৮তম আসর শুরু হচ্ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ট্রাভেল মার্টে এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা প্রদানকারীসহ পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট ৫০টির অধিক প্রতিষ্ঠান এবারের ট্রাভেল মার্টে অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, ইউএই এবং স্বাগতিক বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com