আইইএলটিএস ছাড়াই মাস্টার্স করার জন্য ফেলোশিপ প্রদান করছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি অব পিটার্সবার্গের গ্লোবাল স্টাডিজ সেন্টার। উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের এই ফেলোশিপ দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ইউনিভার্সিটি অব পিটার্সবার্গের গ্লোবাল স্টাডিজ সেন্টার সেখানে মাস্টার্স করার জন্য ফেলোশিপ প্রদান করবে। এই ফেলোশিপের পোশাকি নাম ‘এইচজে হেইনজ ফেলোশিপ’ (H. J. Heinz Fellowship)। উন্নয়নশীল দেশগুলোর সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীদের মাস্টার্সে ফান্ডিংয়ের উদ্দেশ্যে এই ফেলোশিপ দেওয়া হয়।
এটি এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর মেয়াদি ফেলোশিপ, যা শুরু হয় আগস্টে এবং শেষ হয় জুনে। এই ফেলোশিপের অধীনে নির্বাচিত ফেলোকে প্রায় ২২ লাখ ২০ হাজার টাকা দেওয়া হবে। তবে ফেলোশিপ চলাকালে কোনো ফেলো যদি বিশ্ববিদ্যালয়ের সম্মতি ব্যতিরেকে ফেলোশিপ বাতিল করেন অথবা যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তাহলে ফেলোশিপের টাকা ফেরত দিতে হবে।
আবেদনের লিংক পেতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন: ucis.pitt.edu/global/hj-heinz-fellowship
ভেরোনিকা ড্রিস্তাস, ই-মেইল: [email protected], ফোন: +1 412-624-4803