‘যদি ইউ ভিসা ফাইল করে থাকেন, রিসিভ নোটিশ থাকে, আপনার লইয়ার চাইলে জাজকে অনুরোধ করতে পারে যে, এটা ইভিসায় আমরা যাব যদি আপনার কেইস দুর্বল হয়ে থাকে।’ অ্যামেরিকায় যারা মানসিক বা শারীরিক হেনস্তার শিকার হয়েছেন এবং অপরাধের বিচারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন, তাদের জন্য ইউ নামের এক ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসা দেওয়া হয়। অ্যাসাইলাম না পাওয়া লোকজন, ইউ ভিসায় অ্যামেরিকায় অবস্থান করতে পারবে কি না, সে সংক্রান্ত একটি প্রশ্ন টিবিএনকে করেছেন একজন দর্শক। বিদ্যমান আইনের আলোকে তার সে প্রশ্নের উত্তর দিয়েছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী।
দর্শক: আমার কোশ্চেনটা হচ্ছে আমরা এখানে অ্যাসাইলাম করছি অলমোস্ট ১০ বছর যাবত। তো এর মধ্যে আমার হাজব্যান্ডের খুব একটা এক্সিডেন্ট হয়েছিল আমাদের স্টোরে। মানে রবারি (ডাকাতি) করতে গিয়ে তাকে অনেক মেরে গেছে তার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে আমার হাজব্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করেছে আজকে চার মাস যাবত। তো সেই ক্ষেত্রে মানে নেক্সট হচ্ছে আমাদের ইন্টারভিউ, মানে অ্যাসাইলামের প্রথম যেটা, অ্যাসাইলাম যদি আমাদের না হয়, তাহলে কি আমরা ইউ ভিসায় থাকতে পারব?
মঈন চৌধুরী: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ইউভিসাটা রবারি শুধু হয়ে থাকলে হবে না; রবারিটা অনেক সময় কোয়ালিফাই করে। আপনার দেখতে হবে তাকে কী ক্রাইমে ইনডাইটমেন্ট (অভিযুক্ত) করা হয়েছে…ক্রিমিনাল যে, কী কারণে তার ইনডাইটমেন্ট হয়েছে দেখতে হবে। ওই ডকুমেন্টের ভেতরে আপনি এখনই ফাইল করলে যদি আপনি চান অ্যাসাইলাম যদি আপনার কোনো কারণে যদি ইন্ডিভিজুয়াল হেয়ারিং ট্রায়াল যদি হয়ে যায় আর যদি আপনি ডিপোর্ট (বিতাড়ন) হয়ে যান, তখন আর কোন ভিসায় আপনার কাজ হবে না।
আর যদি ডিপোর্ট না হন, যদি আপনার ইউভিসা পেন্ডিং থাকে, ফাইল করে থাকেন, আপনি অ্যাটর্নির সাথে কথা বলেন আদৌ ফাইল করেছে কি না। কারণ চার মাসের ভিতরে সার্টিফিকেশন পাওয়া খুবই কঠিন। ডিপেন্ড করে কোন স্টেইট, কোন সিটি, কোন কাউন্টিতে ক্রাইমটা সংঘটিত হয়েছে।
যদি ইউ ভিসা ফাইল করে থাকেন, রিসিভ নোটিশ থাকে, আপনার লইয়ার চাইলে জাজকে অনুরোধ করতে পারে যে, এটা ইভিসায় আমরা যাব যদি আপনার কেইস দুর্বল হয়ে থাকে। আর যদি মনে করেন ইউ হ্যাভ স্ট্রং অ্যাসাইলাম কেইস, ইউ ক্যান গো ফর অ্যাসাইলাম কেইস। যদি উইন করেন ভালো। ওয়ান্স ইউ লুজ ইউর কেস, ইউ উইলবি ডিপোর্টেবল অ্যান্ড ডিপোর্ট হয়ে গেলে ডিপোর্টেশন যদি একবার হয়ে যায়, তখন কেইস রিওপেন করা অনেক কঠিন হয়ে যাবে। ইউ হ্যাভ টু টক টু ইউর লইয়ার।
অনেকে করে কী ডিফরেন্ট ডিফরেন্ট লইয়ার ব্যবহার করে। এটার জন্য এক লইয়ার, ওইটার জন্য আরেক লইয়ার। তখন আরকি কনফিউজ হয়ে কেউ কোনো দায়িত্ব নিতে চায় না। সো যার কাছে যাবেন একজনের কাছে যাবেন; সব ডকুমেন্ট নিয়ে কথা বলবেন।