শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
Uncategorized

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত সুমনের কৃতিত্ব

  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২

বাংলাদেশি বংশোদ্ভূত সুমন সাহা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো একজন বাংলাদেশি এই পদে নির্বাচিত হওয়ায় সেখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

সুমন সাহার বাড়ি খুলনায়। তিনি ২০০৩ সালে প্রথমে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে গিয়ে সেখানকার অভিবাসী হন।

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক বলেন, ‘ওপরের দিকে যেতে কমিউনিটির সমর্থন পেতে একজন রাজনৈতিক ব্যক্তির যেসব গুণ থাকা প্রয়োজন, তার অনেক কিছুই আছে সুমন সাহার মধ্যে। অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে তাঁর। তবে পশ্চিমা গণতন্ত্র যেমন নিয়ম মেনে চলে, তেমনই পিচ্ছিল। তাই এ বিষয়গুলো স্মরণ রেখে কাজ করে যেতে হবে তাঁর।’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুমন সাহা বলেছেন, ‘বয়স, লিঙ্গ এবং জাতি নির্বিশেষে সবার কাছে আমাদের সেবা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আমি উৎসুক।’

সুমন সাহাকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের মেয়র লিজা লেক। তিনি বলেছেন, ‘কাউন্সিলর সুমন সাহা ওয়েন্টওয়ার্থভিল ওয়ার্ডের বিভিন্ন কমিউনিটির কাছে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা করছি।’

আগামী সেপ্টেম্বর ২০২৩ সাল পর্যন্ত ডেপুটি মেয়রের পদে দায়িত্ব পালন করবেন সুমন সাহা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com