মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ও পিএইচডি

  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশেসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য। আবেদন ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে—চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা এ সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়া সরকার মোনাশ গ্র্যাজুয়েট স্কলারশপি ও রিসার্চ ট্রেনিং প্রোগ্রামের (আরটিপি) আওতায় শিক্ষার্থীদের সব খরচ বহন করে। শিক্ষার্থীদের আবাসন খরচ বাবদ বছরে ৩৫০১৩ ডলার (প্রতি ডলার ১১৯ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় মোট ৪১ লাখ ৬৬ হাজার ৫৪৭ টাকা) ও রিলোকেশন ভাতা ২০০০ ডলার (প্রতি ডলার ১১৯ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় মোট ২ লাখ ৩৮হাজার টাকা) দেবে দেশটির সরকার। একজন বাংলাদেশি শিক্ষার্থী স্কলারশিপ পেলে বাংলাদেশি টাকায় পাবেন মোট ৩৭০১৩ ডলার (প্রতি ডলার ১১৯ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় মোট ৪৪ লাখ ৪ হাজার ৫৪৭ টাকা)।

তবে এ বৃত্তি পেতে শিক্ষার্থীদের মোনাশ বিশ্ববিদ্যালয়ের একাধিক শর্ত পূরণ করতে হয়। শর্ত পূরণ সাপেক্ষেই কেবল শিক্ষার্থীদের দেওয়া হয় এ বৃত্তি ।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মোনাশ অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের জেনারেল স্যার জন মোনাশের নামে নামকরণ করা হয়েছে এ বিশ্ববিদ্যারয়ের। এটি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। মোনাশ বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন স্থানেও সরবরাহ করা হয়।

New Project - 2024-10-19T102822-273

স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি

মোনাশ স্কলারশিপের সুযোগ-সুবিধা

*এ স্কলারশিপের মূল্য ৩৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪১ লাখ টাকা;

*শিক্ষার্থীদের আবাসন খরচ ও রিলোকেশন ভাতা প্রদান করা হবে;

*টিউশন ফি বাবদ সম্পূর্ণ খরচ;

আবেদনের যোগ্যতা

আবেদনের এই শর্তগুলো পূরণ করেই একজন শিক্ষার্থীকে আবেদন করতে হবে। যোগ্যতা বা শর্তগুলো—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*মোনাশ বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো পূরণ করতে হবে;

*মোনাশ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

আবেদন যেভাবে 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন অথবা, এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com