1. [email protected] : চলো যাই : cholojaai.net
অস্ট্রেলিয়ার ফাউন্ডেশন একাডেমিক দেবে ৫০০০ ডলারের স্কলারশিপ
রবিবার, ১১ মে ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার ফাউন্ডেশন একাডেমিক দেবে ৫০০০ ডলারের স্কলারশিপ

  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

অস্ট্রেলিয়া অনেকের কাছে পড়াশোনার জন্য অন্যতম গন্তব্য। দেশটি নানা বৃত্তি দেয়। দেশটির আরএমআইটি ইউনিভার্সিটির ফাউন্ডেশন একাডেমিক স্কলারশিপে আবেদনে চলছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ বৃত্তির আর্থিক মূল্য পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার। পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৮১ হাজার ৮৮৭ টাকা (১ অস্ট্রেলিয়া ডলার সমান ৭৬ টাকা ৩৮ পয়সা ধরে)। টিউশন ফির জন্য দেওয়া হবে এ বৃত্তি। বিশ্বের মোট ২৫ জন এ বৃত্তি পাবেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া সেমিস্টার থেকে মিলবে বৃত্তির অর্থ।

আইএসডিবি-বিআইএসইডব্লিউ দেবে ১৬৫ স্কলারশিপ, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থানে সুযোগ

আরএমআইটি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৮৭ সালের যাত্রা শুরুর পর ১৯৯২ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাস মেলবোর্নের হডল গ্রিডে। আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে আছে চারটি একাডেমিক কলেজ।

আবেদনের যোগ্যতা

  • এই বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া কোর্সের অফার লেটার থাকতে হবে
  • শিক্ষার্থী বা স্টুডেন্ট ভিসাসহ একজন নতুন আন্তর্জাতিক ছাত্র হতে হবে
  • বৃত্তির জন্য একটি এক্সপ্রেশন অব ইন্টারেস্ট জমা দিতে হবে
  • ফাউন্ডেশন স্টাডিজের বৃত্তি পেয়ে পড়ুয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com