মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার টুরিস্ট ভিসা

  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ার টুরিস্ট ভিসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন।

Australia Tourist Visa Category Subclass 600 eVISA. এই ভিসাটি এখন সর্বোচ্চ ৩ বছরের জন্য মাল্টিপল এন্ট্রি পারমিশন দেয়। এটি মূলত একটি ই ভিসা যা পেপার ভিসা নামে পরিচিত। বর্তমান সময়ে দ্রুত গতিতে সব চেয়ে কম সময়ে এই ভিসাটি প্রসেস করা যাচ্ছে। আপনার জন্য এখন আরও সহজ ভ্রমণ, ব্যবসা অথবা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য American country বা Europian country আপনি যেকোন দেশের কথাই বলেন না কেন Australia বসবাসের জন্য সব সময় এক ধাপ এগিয়ে। Australia হচ্ছে একটি অন্যতম নিয়মতান্ত্রিক দেশ।
আপনি যদি অস্ট্রেলিয়া ভিজিট করার পরিকল্পনা করে থাকেন। তাহলে আপনার উচিত, অস্ট্রেলিয়া ভিসা প্রসেসের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করা। প্রয়োজনীয় ডকুমেন্টের ন্যূনতম তালিকা চেক করে নিতে পারেন।
Australia Visa Documents
1. Passport 3 years
2. Photo 35×45 mm
3. Bank Statement & Solvency Certificate
4. NOC/Trade Licence
5. Asset Valuation
6. Income Tax 3 Years
7. Hotel Booking
8. Air Ticket Booking
9. Invitation
10. Credit Card
All documents should be clear scan copy
সবগুলো ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করে সাবমিট করার পর vfs এ গিয়ে বায়োমেট্রিক দিতে হবে। vfs global অস্ট্রেলিয়া ভিসার বায়োমেট্রিক কালেকশনের জন্য অথোরাইজ সেন্টার। অস্ট্রেলিয়া কানাডার মত বায়োমেট্রিক রিজার্ভ রাখে না। তাই, আপনি যতবার অস্ট্রেলিয়া ভিসার জন্য এপ্লাই করবেন ঠিক ততবারই আপনাকে vfs এ বায়োমেট্রিক দিতে হবে এবং vfs কে বায়োমেট্রিক ফি (২,০০০ – ২,৫০০) টাকা কেশ পেমেন্ট করতে হবে।
মজার ব্যাপার হচ্ছে, বায়োমেট্রিক দেওয়ার পর ৩ থেকে ২২ দিনের মধ্যে আপনি ভিসা রেজাল্ট পেয়ে যাবেন। Congratulations! আপনি অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। আর যদি রিজেক্ট হয়ে থাকেন তাহলেও চিন্তার কোন কারণ নেই। পরের দিন আবার অ্যাপ্লাই করতে পারবেন, কোন বাধা নেই। চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com