এই তালিকায় শীর্ষ দশ দেশের মধ্যে ৪,৭৩৯ টি ভিসা নিয়ে পাকিস্তান ও ৪,০৯৬ টি ভিসা নিয়ে নেপাল আছে যথাক্রমে ৭ ও ৮ নম্বরে। লক্ষণীয় যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যে অভিবাসনের উৎস দেশ হিসেবে বাংলাদেশ শীর্ষ তালিকায় থাকলেও অস্ট্রেলিয়াতে নেই।
অস্ট্রেলিয়ার মাইগ্রেশন প্রোগ্রামটিতে প্রতি বছর কতগুলো ভিসা দেয়া হবে তা নির্ধারণ করা হয় অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত সময়কালের সাথে মিল রেখে। এই প্রোগ্রামের ভিসা সংখ্যার সাথে সরকারের বাজেট প্রক্রিয়াটি সম্পর্কিত।
এই প্রোগ্রামের মূল চারটি স্ট্রিম হচ্ছে স্কিল স্ট্রিম, ফ্যামিলি স্ট্রিম, স্পেশাল এলিজিবিলিটি স্ট্রিম এবং চাইল্ড প্রোগ্রাম।
তবে এই স্ট্রিমগুলোর বাইরে রেফিউজি এবং হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামও আছে যা এই রিপোর্টে উল্লেখ করা হয়নি।
এর আগের কয়েক বছরের প্রোগ্রামের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে ভিসার সংখ্যা ছিল উল্লেখযোগ্যহারে কম। এ বছর এই প্রগ্রামের আওতায় ১৬০,৩২৩ টি ভিসা দেয়া হয়েছে যা ২০১৭-১৮ অর্থবছরে ছিল ২৭২,৯৮৮।
গত অর্থবছরে স্কিল স্ট্রিমে ভিসা দেয়া হয়েছে ১০৯,৭১৩ টি, এছাড়া ফ্যামিলি স্ট্রিমে ৪৭, ২৪৭ টি ভিসা দেয়া হয়।
স্কিল স্ট্রিমের আওতায় সবচেয়ে বেশি ভিসা দেয়া হয়েছে যে তিনটি প্রধান ক্যাটাগরিতে সেগুলো হচ্ছে প্রফেশনালস (৬৩.৩%), টেকনিশিয়ান এবং ট্রেড ওয়ার্কার্স (১৫.২%), এবং ম্যানেজার্স (৮.৪%)।
এই রিপোর্টে আরেকটি বিষয় লক্ষণীয় যে ফ্যামিলি ভিসার চাহিদা বৃদ্ধি। ২০১৮-১৯ অর্থবছরে ফ্যামিলি স্ট্রিমে ৪৭,২৪৭ টি ভিসা ইস্যু করা হলেও ২০১৯ সালের ৩০শে জুন পর্যন্ত ২ শত হাজারের বেশি আবেদন নিস্পত্তির অপেক্ষায় আছে।
তবে এই স্ট্রিমগুলোর বাইরে রেফিউজি এবং হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামও আছে যা এই রিপোর্টে উল্লেখ করা হয়নি।
এর আগের কয়েক বছরের প্রোগ্রামের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে ভিসার সংখ্যা ছিল উল্লেখযোগ্যহারে কম। এ বছর এই প্রগ্রামের আওতায় ১৬০,৩২৩ টি ভিসা দেয়া হয়েছে যা ২০১৭-১৮ অর্থবছরে ছিল ২৭২,৯৮৮।
গত অর্থবছরে স্কিল স্ট্রিমে ভিসা দেয়া হয়েছে ১০৯,৭১৩ টি, এছাড়া ফ্যামিলি স্ট্রিমে ৪৭, ২৪৭ টি ভিসা দেয়া হয়।
স্কিল স্ট্রিমের আওতায় সবচেয়ে বেশি ভিসা দেয়া হয়েছে যে তিনটি প্রধান ক্যাটাগরিতে সেগুলো হচ্ছে প্রফেশনালস (৬৩.৩%), টেকনিশিয়ান এবং ট্রেড ওয়ার্কার্স (১৫.২%), এবং ম্যানেজার্স (৮.৪%)।
এই রিপোর্টে আরেকটি বিষয় লক্ষণীয় যে ফ্যামিলি ভিসার চাহিদা বৃদ্ধি। ২০১৮-১৯ অর্থবছরে ফ্যামিলি স্ট্রিমে ৪৭,২৪৭ টি ভিসা ইস্যু করা হলেও ২০১৯ সালের ৩০শে জুন পর্যন্ত ২ শত হাজারের বেশি আবেদন নিস্পত্তির অপেক্ষায় আছে।