পৃথিবীর তিনভাগ জল এবং একভাগ স্থল। সেদিক থেকে দেখতে হলে প্রতি সময় বেশ কয়েকটি দেশ নিজেদের স্থান থেকে সরে যাচ্ছে। সেই তালিকায় এবার নাম উঠে এসেছে অস্ট্রেলিয়ার। মনে করা হচ্ছে এবার এই দেশটি নিজের স্থান পরিবর্তন করতে পারে।
একটি মানুষ প্রতি বছরে যে পরিমান বৃদ্ধি লাভ করে সেই একই পথে হাঁটছে অস্ট্রেলিয়া। সেখানেও দেখা গিয়েছে বছরে ৭ সেমি করে সে নিজের বর্তমান স্থান থেকে সরে যাচ্ছে। যদি এই হারে চলতে থাকে তাহলে আগামী দিনে পৃথিবীর মানচিত্রে বড় ধরণের পরিবর্তন ঘটে যাবে। পরিবেশ এবং আবহাওয়া এর ফলে বিরাট পরিবর্তন ঘটবে।
৮০ মিলিয়ন বছর আগে অস্ট্রেলিয়া আন্টার্কটিকা থেকে নিজেকে আলাদা করে নিয়েছিল। প্লেট টেকটনিসের নিয়ম মেনে এই কাজ সেই সময় হয়েছিল। এরপর থেকে বিগত ৫০ মিলিয়ন বছর ধরে নিজেকে ধীরে ধীরে উত্তরদিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজটি সে করে চলেছে। বিজ্ঞানীরা মনে করছে ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেটটি ক্রমেই এই দেশকে সরিয়ে নিয়ে চলেছে। পরে অস্ট্রেলিয়া এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তখন গোটা পৃথিবীর মানচিত্রে বড় বদল হবে।যদিও এই কাজটি হতে এখনও বহু বছর সময় বাকি রয়েছে। তবে অস্ট্রেলিয়ার এই সরে যাওয়া সকলের নজরে অতি সহজে ধরা পড়েছে। চিন্তার বিষয় হল এই ঘটনার ফলে অস্ট্রেলিয়াতে ভূমিকম্পের মাত্রা বাড়বে। ফলে সেখানে প্রবল ক্ষতির আশঙ্কা রয়েছে।
কার্টিন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঝেং জিয়াং লি জানিয়েছেন, এটা কেউ মেনে নিক বা না নিক অস্ট্রেলিয়া আগামীদিনে এশিয়ার সঙ্গে সংঘর্ষ করবে সেটা একপ্রকার নিশ্চিত। তাই আগে থেকে এবিষয়ে সতর্ক হওয়া দরকার। এরফলে এই দেশের নাগরিকরা অনেকটা সমস্যায় পড়বেন।
অস্ট্রেলিয়াতে বহু প্রাণী রয়েছে যারা গোটা পৃথিবীতে বিরল। যদি এই ঘটনা আগামীদিনে হয় তাহলে সেখানকার প্রাণীকুল অতি সমস্যার সামনে পড়বে। ভৌগলিক পরিস্থিতি বদলে যাওয়ার ফলে তাদের জীবন ধারণ তখন বিপন্ন হয়ে যাবে। তারা এশিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে না।