1. [email protected] : চলো যাই : cholojaai.net
অসুস্থ ওমরাহযাত্রীর সেবা করে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

অসুস্থ ওমরাহযাত্রীর সেবা করে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু

  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

সৌদিয়া এয়ারলাইন্সের এক উড়োজাহাজে মানবিকতার এক অনন্য দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পারকিনসন রোগে আক্রান্ত এক বৃদ্ধ ওমরাহযাত্রী নিজে খাবার খেতে না পারায় তাকে নিজ হাতে খাইয়ে দিলেন ফ্লাইট অ্যাটেনডেন্ট।

সৌদিয়া এভিয়েশন তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ৩৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে । ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ যাত্রী প্রচণ্ড কাঁপুনি ও দুর্বলতার কারণে খাবার তুলতে পারছেন না। পাশে দাঁড়িয়ে থাকা এক ক্রু সদস্য ধৈর্য ও সহানুভূতির সঙ্গে তাকে এক চামচ এক চামচ করে খাওয়াচ্ছেন।

দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরে যায় কমেন্টবক্স। অনেকে লেখেন, এটাই আসল মানবতা, কেউ কেউ বলেছেন, সৌদিয়া এয়ারলাইন্সের এই কর্মী সত্যিই প্রশংসার যোগ্য।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই বৃদ্ধ যাত্রী সম্ভবত পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন। এটি এক ধরনের স্নায়বিক সমস্যা, যা হাত-পায়ের নড়াচড়া ও নিয়ন্ত্রণক্ষমতা দুর্বল করে দেয়।

ঘটনাটি ঘটে ওমরাহযাত্রীদের বহনকারী একটি আন্তর্জাতিক ফ্লাইটে। ওমরাহযাত্রীদের বহনকারী ফ্লাইটে সাধারণত অনেক বয়স্ক মুসল্লি থাকেন, যাদের সহায়তায় বিমানকর্মীদের বাড়তি দায়িত্ব পালন করতে হয়। তবে ওই ক্রু সদস্যের এই আচরণ দায়িত্ব ছাড়িয়ে মানবিকতার উদাহরণ হয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com