1. [email protected] : চলো যাই : cholojaai.net
অরুণিমা কান্ট্রিসাইড এন্ড গলফ রিসোর্ট
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
Uncategorized

অরুণিমা কান্ট্রিসাইড এন্ড গলফ রিসোর্ট

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১

নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে অবস্থিত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময় একটি রিসোর্ট এবং ইকো পার্ক হচ্ছে অরুণিমা কান্ট্রিসাইড এন্ড গলফ রিসোর্ট। মধুমতী আর নবগঙ্গা নদীর সঙ্গমস্থলের ১৫০ বিঘা জমির দ্বীপে ১৯টি দীঘি কেটে বিল ভরাট করে এই রিসোর্টটি গড়ে তোলা হয়। নিরিবিলি পরিবেশ, গাছের মনোরম ছায়া, পাখির কলকাকলি আর শান্ত জলের ধারে বসে এখানে আপনি কাটিয়ে দিতে পারেন দীর্ঘ সময়। অরুণিমা রিসোর্টটির যাত্রা শুরু হয় ২০০৯ সালের ১৪ মে।

১৯ টি পুকুরের পাশাপাশি এখানে একটি বড় লেক ও কৃত্রিম দ্বীপ আছে। দ্বীপের মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, কটেজ ও কনফারেন্স রুম আছে। কনফারেন্স রুম গুলোতে এক সঙ্গে ২০০ হতে ৭০০ মানুষ বসতে পারে। বড় অনুষ্ঠান আয়োজনের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর, সাদা বোর্ড সহ সবই আছে এখানে। সময় কাটানের জন্য আছে গলফ, টেনিস, টেবিল টেনিস, দাবা, লুডু, ব্যাডমিন্টন, বাস্কেট বল প্রভৃতি খেলার ব্যবস্থা। বিনোদনের জন্য রয়েছে কয়েক প্রকারের নৌকা, ঘোড়ার গাড়ী প্রভৃতি। এছাড়াও পার্কের ভেতরে রয়েছে নিজস্ব ভ্যান ও রিক্সা। এই সব ভ্যান, রিক্সায় চড়েও অতিথিরা পার্কটি ঘুরে ঘুরে দেখতে পারবেন। লেকের পাড়ে বসার জন্য রয়েছে বেঞ্চ ও গাছে ঝোলানো দোলনা। লেকের উপর রয়েছে ৪টি বাঁশের সেতু আছে।

পর্যটকদের জন্য সব রকম আনন্দ-বিনোদনের আয়োজন ছাড়া এখানে রয়েছে দীঘির মাঝখানে একটি আধুনিক রেস্টুরেন্ট। থাকার জন্য রয়েছে সব ধরনের আধুনিক সুবিধাসহ কটেজ, গ্রামীণ বাড়ি, ভাসমান কটেজ। নৌকার ওপর নির্মাণ করা দুই কক্ষের কটেজে রয়েছে লাল কার্পেট, এসি, ফ্রিজ। বনভোজনের ৩০টি অরণ্য স্পট, ছোট ও বড়দের নানা রকম খেলার ব্যবস্থা ছাড়াও লাইব্রেরি, বিশ্রাম ঘর, দীর্ঘ ঝুলন্ত সেতু, স্পিড বোট, নৌকা, ঘোড়ার গাড়ি, পাহারাদার কুকুর, পদ্ম পুকুর, পদ্ম পুকুরের নীল পদ্ম, নয়নাভিরাম নার্সারি, নার্সারির দেশি-বিদেশি গাছ নিয়ে অরুণিমা কান্ট্রি সাইড দেশের অন্যান্য রিসোর্টের মাঝে নিজের আলাদা নাম করে নিয়েছে। এছাড়া রিসোর্টের ভেতরে পুকুর ও লেকের পানিতে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ আছে।

১০০ টাকার টিকিট কেটে এখানে অতিথিরা বড়শি দিয়ে মাছ ধরতে পারেন। বাচ্চাদের জন্যেও রয়েছে এ আনন্দের ব্যবস্থা। অল্প পানিতে নেমে মাছ ধরতে পারবে তারা। এর জন্য ৩০ টাকা মূল্যের টিকিট কাটতে হয়। এই রিসোর্টে প্রবেশ করতে হলে ১০০ টাকা মূল্যের টিকিট প্রয়োজন হয়। পিকনিক পার্টির জন্য মাথাপিছু ৫০% ছাড় রয়েছে। ২০১০ সালে দেশের সেরা রিসোর্ট গুলোর মধ্যে প্রতিযোগিতায় প্রথম হয় অরুণিমা কান্ট্রিসাইড এন্ড গলফ রিসোর্ট ।

যেভাবে যাওয়া যায় : নড়াইল থেকে এই রিসোর্টটি ৫৯ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় আপনি নড়াইল পৌঁছে বাসে করেই এখানে আসতে পারবেন । ঢাকা থেকে সরাসরি সড়কপথে নড়াইলে পৌছাতে পারবেন। আকাশ পথে কিংবা নৌপথে আসার কোন মাধ্যম নেই। তাই বাসে করেই আসতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com