মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

অরুণাচল প্রদেশ ভ্রমণে ঘুরে আসুন মাধুরী লেকে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

অরুণাচল প্রদেশের একটি অচেনা পাহাড়ি গ্রাম। সেখানেই অবস্থান মাধুরী লেকের। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫ হাজার ২০০ ফিট উপরে অবস্থিত অরুণাচল প্রদেশের অপূর্ব সুন্দর লেকটির প্রকৃত নাম সঙ্গেতসর লেক। এটি অবস্থিত অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায়।

লোকমুখে জানা যায়, ৯০ এর দশকে এই লেকপাড়েই নাকি কয়লা ছবির শুটিংয়ে সেখানে গিয়েছিলেন মাধুরী দিক্ষীত আর শাহরুখ খান। এই হ্রদকে কেন্দ্র করেই সিনেমার গানের নাচের দৃশ্যগুলো ধারণ করা হয়। এরপর থেকেই লেকটির নাম বদলে যায়। লোকমুখে লেকটির নাম হয়ে ওঠে মাধুরী লেক।

সঙ্গেতসর থেকে মাধুরী লেক হয়ে ওঠা এটি পর্যটককেন্দ্রটি ভারত-চিন সীমানা খুব কাছেই। এই লেকের পাশে দাঁড়িয়ে চারপাশ দেখলে মুগ্ধ হয়ে যান সবাই। ভূমিকম্পের ফলে পাথর পড়ে এই প্রাকৃতিক হ্রদের সৃষ্টি হয়। তবে এসব স্থানে ঘুরতে গেলে ভারতীয় সেনাবাহিনীর অনুমতি লাগে।

স্থানীয়দের মতে, বর্তমান অবস্থান থেকে এই লেক কিছুটা দূরে অবস্থিত ছিল। কথিত আছে, লেকটি টেকটোনিক প্লেটের স্থানান্তরের কারণে তার স্থান থেকে সরে গেছে। এর ফলে সেখানকার দেবদারু অরণ্যের একটা বড় অংশ জলের নীচে তলিয়ে গেছে। আজও গাছের উপরের অংশগুলেকে অদ্ভুতভাবে পানির উপরিভাগে ছড়িয়ে থাকতে দেখা যায়।

এই লেকের সৌন্দর্য হিমালয়ের সৌন্দর্যের চেয়ে কম কিছু নয়। লেকের চারদিকে আছে দেবদারু গাছ। পাহাড়ের প্রতিচ্ছবি লেকের পানিতে স্পষ্ট হয়ে ওঠে, তাতে তার সৌন্দর্য আরও বেড়ে যায়।

ভারত-চিন সীমান্তের কাছে অবস্থিত সঙ্গেতসর হ্রদ দেখতে হলে জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিতে হবে। অরুণাচলের তাওয়াং থেকে এই হ্রদে পৌঁছাতে সময় লাগে ২ ঘণ্টার মতো। তবে সেখানে শুধু ভারতীয়রাই যেতে পারে।

সূত্র: মেক মাই ট্রিপ/টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com