অভিযাত্রিক টুরিজম লিমিটেড ২০১৫ সালে যাত্রা শুরু করে। স্থানীয়দের যুক্ত করে তাদের জীবন ধারনের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করে এবং দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে একটা ভিন্ন স্বাদ দেয়। সংস্কৃতি ও প্রকৃতি সংরক্ষনে অবদান রাখতে সম্প্রদায় ভিত্তিক পর্যটন প্রচারে স্থানীয়দের সাথে একত্রে কাজ করে।
অভিযাত্রিক স্থানীয় জনগোষ্ঠির কর্মসংস্থানের ব্যবস্থা করে। স্থানীয়দের ট্যুরিস্ট গাইড হিসেবে তৈরী করে পর্যটকদের ভ্রমণে উৎসাহ যোগায়। নতুন সংস্কৃতি ও জীবন ধারার সাথে পর্যটকদের পরিচয় করানোই অভিযাত্রিকের মূল উদ্দেশ্য। অভিযাত্রিকের সাথে ভ্রমণকারীরা নতুনভাবে বাংলাদেশকে দেখার সুযোগ পাবে।
অভিযাত্রিকের বাইক্কা বিলে রয়েছে একটি হোলিডে হোম যেখানে ৩০০০ টাকায় রাত্রি যাপন করতে পারবেন। সাভারে রয়েছে পালমিরা নামে একটি হোলিডে হোম। মৌলভীবাজার ও গোদারাঘাটে গ্রামীণ পরিবেশে রয়েছে হোম ষ্টে।
রয়েছে সুন্দরবন ক্রুজের ব্যবস্থা।
অভিযাত্রিক মূলত স্থানীয় মানুষের সম্পৃক্ততায় ট্যুর পরিচালনা করে থাকে।এজন্য স্থানীয়দের টুরিষ্ট গাইড হিসেবে প্রশিক্ষণ দিয়ে থাকে।
অভিযাত্রিকের সাথে ভ্রমণ করতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৮৩৩৩৩৪৩০৭